X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বাড়ছে না তালেবানের ডাকা অস্ত্রবিরতি

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৮, ০২:৫৭আপডেট : ১৮ জুন ২০১৮, ০৩:০৩

দেড় দশকেরও বেশি সময় পর আফগানিস্তানে সরকার ও তালেবানের চলা অস্ত্রবিরতি দীর্ঘায়িত হচ্ছে না। ঈদ উপলক্ষ্যে ডাক দেওয়া তালেবানের ডাক দেওয়া অস্ত্রবিরতি আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে গোষ্ঠীটির জঙ্গিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আফগানিস্তানে বাড়ছে না তালেবানের ডাকা অস্ত্রবিরতি

প্রতিবেদনে বলা হয়, তালেবানের ডাকা এই অস্ত্রবিরতির অনেক প্রশংসা করা হয়েছিল। তবে তারা সেটা বর্ধিত করেনি। রবিবার থেকে আবারও জঙ্গিদের অস্ত্র হাতে নেওয়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান।

 গত ৭ জুন (বৃহস্পতিবার) আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি  আগামী ২০ জুন পর্যন্ত তালেবানের সঙ্গে অস্ত্রবিরতি কার্যকরের ঘোষণা দেন। দুই দিন পর ৯ জুন (শনিবার) তালেবানের পক্ষ থেকে জানানো হয়,  ঈদের ছুটির দিনগুলোতে (৩ দিন) তারা তাদের কার্যক্রম বন্ধ রাখবে। অস্ত্রবিরতি চলাকালে সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের ঐক্যবদ্ধ ঈদ উদযাপনের বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সেই স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে দুই বাহিনীর সদস্যদের কোলাকুলির খবর দিয়েছে। বিভিন্ন শহরে জনতা চিৎকার করে ও শিস দিয়ে আফগান যোদ্ধাদের স্বাগত জানিয়েছে বলে জানিয়েছে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। জালালাবাদে তারা ফল ও মিষ্টি দিয়ে তালেবান যোদ্ধাদের বরণ করে নিয়েছে।

এরপর রবিবার রাত থেকে অস্ত্রবিরতি তুলে নেওয়ার ঘোষণা দেয় তালেবান। তবে সরকার জানিয়েছে আরও ১০ দিনের জন্য অস্ত্রবিরতি কার্যকর রাখবে তারা। হামলার শিকার হলে অবশ্য তারা আত্মরক্ষামূলক ব্যবস্থা নিতে পারবে।

প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছেন, শনিবার তালেবানদের অস্ত্রবিরতি বাড়ানোর কথা বললেও তারা প্রত্যাখান করেছে। তালেবান জানায়, রবিবার সন্ধ্যার আগেই সরকার নিয়ন্ত্রিত এলাকা থেকে সেনাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে তারা বলেন, সাধারণ আফগানরা যেন নির্বিঘ্নে ঈদ করতে পারে তাই অস্ত্রবিরতির ডাক দেওয়া হয়েছিল। কাবুল প্রশাসনের জন্য নয়। এখনও তাদের দাবি, যেন বিদেশি সেনাদের সরিয়ে নিয়ে ইসলামি শাসন প্রতিষ্ঠা করা হয়।

/এমএইচ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ