X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়া জার্সি ওলট-পালট করে দিয়েছিল প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে

বিদেশ ডেস্ক
১৮ জুন ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৮ জুন ২০১৮, ১৭:৫০

দক্ষিণ কোরিয়ার কোচ তায়ে অং প্রস্তুতিমূলক ম্যাচে তার দলের খেলোয়াড়দের ভিন্ন নম্বরের জার্সি পরিয়ে মাঠে নামিয়েছিলেন। সঠিক নম্বর লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন শুধু ক্যাপ্টেন কি সাং ইয়েং ফরওয়ার্ড পজিশনে খেলা হেউং মিন। কোচের বক্তব্য, এশীয়দের চেহারা দেখে ঠিক মতো চিনতে পারে না সবাই। প্রতিপক্ষের খেলোয়াড়রা যাতে প্রতিরোধ কৌশল অবলম্বনের জন্য জার্সির নম্বর দেখে দক্ষিণ কোরীয় খেলোয়াড়দের চিহ্নিত করতে না পারে সেজন্যই এই জার্সি বদল! সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, প্রকৃতপক্ষেই দক্ষিণ কোরিয়ার প্রস্তুতিমূলক ম্যাচে নজরদারি করেছিল সুইডেন। আর সে খবর ফাঁসও হয়ে গিয়েছিল। পরবর্তীতে দক্ষিণ কোরীয় খেলোয়াড়দের ওপর নজরদারি করার কারণে দুঃখ প্রকাশ করেছেন সুইডেন দলের ম্যানেজার। দক্ষিণ কোরিয়া জার্সি ওলট-পালট করে দিয়েছিল প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে

দক্ষিণ কোরিয়ার কোচ বলেছেন, ‘আমরা চাইনি আমাদের প্রতিপক্ষ আমাদের সব কৌশল জেনে যাক। তাদের বিভ্রান্ত করতে আমরা জার্সি বদল করিয়ে দিয়েছিলাম। তারা আমাদের কয়েকজন খেলোয়াড়ের সম্পর্কে হয়তো জানে কিন্তু অধিকাংশের পক্ষেই এশীয়দের আলাদা করে চিনতে পারাটা কঠিন। সব কোচই এই সন্দেহের মধ্যে থাকে যে, প্রতিপক্ষ তাদের ওপর নজরদারি করছে। এটা খুবই স্বাভাবিক যে সব দলই প্রতিপক্ষের বিষয়ে যত বেশি সম্ভব তথ্য জোগাড় করার চেষ্টা করবে।’

অন্যদিকে খেলা শুরুর আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুইডেনের কোচ জ্যান অ্যান্ডারসন বলেছেন, তার একজন সহযোগী দক্ষিণ কোরিয়ার প্রস্তুতিমূলক ম্যাচ দেখেছিলেন। ওই সহযোগী জানতেন না দক্ষিণ কোরিয়ার ম্যাচটি ‘ক্লোসড সেশন ম্যাচ।’ তিনি কিছুটা দূরে থেকেই ম্যাচটি দেখেছিলেন। দক্ষিণ কোরীয় খেলোয়াড়দের বিরুদ্ধে নজরদারি করার অভিযোগ সম্পর্কে তার বক্তব্য, ‘তিলকে তাল করা হয়েছে। আমারা মনে করি সব প্রতিপক্ষকে সব পরিস্থিতিতে সম্মানের সঙ্গে দেখাটা গুরুত্বপূর্ণ। কেউ যদি উল্টো বুঝে থাকেন তাহলে সেটা আমাদের জন্য আফসোসের বিষয়।’ আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে মুখোমুখি হচ্ছে সুইডেন ও দক্ষিণ কোরিয়া।

/এএমএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া