X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন কাশ্মিরের নতুন গভর্নর?

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ১৭:২৮আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:৪৩

ভারতের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে মেহবুবা মুফতি’র পদত্যাগের পর রাজ্যের পরবর্তী শাসক কে হবেন সেটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এরইমধ্যে গত নির্বাচনে ২৭টি আসনে বিজয়ী ওমর আবদুল্লাহ'র দল ন্যাশনাল কনফারেন্স এবং ভারতীয় কংগ্রেস মেহবুবা'র দলের সঙ্গে কোনও জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ফলে রাজ্যটিতে এখন গভর্নরের শাসন জারি করতে হবে। এদিকে বর্তমান গভর্নর এনএন ভোহরা’র মেয়াদও শেষদিকে এসে ঠেকেছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের অমরনাথ যাত্রা উপলক্ষে অনন্ত তিন মাসের জন্য এনএন ভোহরা’র মেয়াদ বাড়ানো হতে পারে। পরবর্তী গর্ভনর হিসেবে আলোচনায় আসছে সাবেক সেনা কর্মকর্তাসহ বেশ কয়েকজনের নাম।

বর্তমান গর্ভনর এনএন ভোহরা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাঈদ আতা হাসনাইন

জম্মু-কাশ্মীরের নতুন গভর্নর হিসেবে আলোচনায় রয়েছেন শ্রীনগরভিত্তিক চিনার কোরের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সাঈদ আতা হাসনাইনের নাম। সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ স্থাপনের অতীত ইতিহাস রয়েছে। ২০১০-২০১১ সালে উপত্যকায় চালানো এক অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অপারেশন সদ্ভাব নামের ওই অভিযানের পুরোভাগে ছিলেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। উপত্যকায় শান্তি ফেরাতে ওই উদ্যোগ ফলপ্রসূ হয়। উত্তর কাশ্মিরের উরি’র নিয়ন্ত্রণ রেখায়ও কমান্ডার হিসেবে কাজ করেছেন তিনি।

দীনেশ্বর শর্মা

গভর্নর হওয়ার দৌড়ে রয়েছেন কেন্দ্রীয় সরকারের বিশেষ দূত দীনেশ্বর শর্মা। ইতোপূর্বে গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান হিসেব দায়িত্ব পালন করেছেন তিনি। পরে তিনি জম্মু-কাশ্মিরের বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপের ব্যাপারে সরকারের বিশেষ দূত হিসেবে নিয়োগ পান। কেরালা ক্যাডারের ১৯৭৯ ব্যাচের এই কর্মকর্তা ২০১৪ সালের ডিসেম্বরে দুই বছরের জন্য ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালকের দায়িত্ব পান।

রাজিভ মেহরিশি

রাজিভ মেহরিশি রাজস্থান ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত সরকারি আমলা। প্রায় চার দশকের সরকারি চাকরিতে তার অর্জন কম নয়। জম্মু-কাশ্মিরের সম্ভাব্য পরবর্তী গভর্নর হিসেবে তার নামও আলোচনায় আসছে। রাজিভ মেহরিশি বর্তমানে ভারতের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিঅ্যান্ডএজি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এএস দৌলত

ভারত সরকারের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দৌলতের নামও আলোচিত হচ্ছে সম্ভাব্য গভর্নর হিসেবে। ইন্টেলিজেন্স ব্যুরো হয়ে ইতোপূর্বে কয়েক বছর কাশ্মিরে কাজ করেছেন অমরজিৎ সিং দৌলত।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদের মৃত্যুতে জম্মু ও কাশ্মিরে গভর্নরের শাসন জারি করা হয়। ওই সময়ে বর্তমান গভর্নর এন এন ভোহরা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন। অন্যদিকে এবার জম্মু-কাশ্মিরে ক্ষমতাসীন জোট ভেঙে যাওয়ায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন মেহবুবা মুফতি। ফলে রাজ্যটিতে এখন গভর্নরের শাসন জারি হবে।

জম্মু-কাশ্মীর বিধানসভায় মোট ৮৭টি আসন। ২০১৪-র মে মাসে উপত্যকায় যে নির্বাচন হয়, সেখানে পিডিপি পেয়েছিল ২৮টি আসন। বিজেপি পেয়েছিল ২৫টি। এ ছাড়া ওমর আবদুল্লাহ'র দল ন্যাশনাল কনফারেন্স ১৫টি, কংগ্রেস ১২টি এবং অন্যান্যরা ৭টি আসন পেয়েছিল। বিজেপি এবং পিডিপি যৌথভাবে প্রয়োজনীয় ৪৪ আসন ছাড়িয়ে ৫৩টি আসনের জোট গঠন করে। সেই জোটই এত দিন সরকার চালাচ্ছিল উপত্যকায়। তবে বেশকিছু মতাদর্শিক বিরোধের কারণে জোটগত ভাঙন সৃষ্টি হয়, যার ফলাফল এই সরকার ভেঙে যাওয়া। সূত্র: নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি