X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিয়েতে অস্বীকৃতি জানানোয় পাকিস্তানি তরুণীকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ২১:৫৫আপডেট : ১৯ জুন ২০১৮, ২২:০০

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মেহভিশ আরশাদ নামের একজন পাকিস্তানি তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৯ তারিখে ফয়সালাবাদের ওই হত্যাকাণ্ডের পর থেকে পাকিস্তানি নারীদের বিরুদ্ধে চলা সহিংসতার বিষয়ে চলছে তীব্র আলোচনা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গাল্ফ নিউজ লিখেছে, অ্যাসিড ছোঁড়া, পারিবারিক সহিংসতার মতো এবার বিয়েতে ‘না’ বলার কারণে মেরে ফেলাটাও পাকিস্তানের নারীদের বিরুদ্ধে ক্রমেই বাড়তে থাকা ঝুঁকিগুলোর একটি। নিহত মেহভিশের বয়স ছিল মাত্র ১৯ বছর। মেহভিশ আরশাদ

মেহভিশ আরশাদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটির ভিডিও রেকর্ড ছিল। গত সপ্তাহে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ওই ভিডিও রেকর্ড প্রকাশিত হয়ে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রবল সমালোচনা শুরু হয়। মেহভিশ আরশাদ বাস কোম্পানিতে চাকরি করতেন। ওই বাস কোম্পানির এক নিরাপত্তা কর্মী তাকে বিয়ের প্রস্তাব দিলে, তিনি ‘না’ বলেছিলেন। কিন্তু তার বয়স কম এবং পরিবারের ভরণ-পোষণের জন্য তাকেই অর্থ দিতে হয়, এমন কথা ওই নিরাপত্তা রক্ষীকে জানানোর পরেও সে তার জেদ ছাড়েনি। পছন্দের পাত্রীকে গুলি করে  হত্যা করা নিরাপত্তা রক্ষীর নাম উমার দারাজ।

নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিওচিত্র থেকে দেখা যায়, কাজ শেষে বাসায় ফেরার সময় ওই নিরাপত্তা রক্ষী মেহভিশের সঙ্গে কথা বলছিল। মেহভিশ তার হাত ছাড়াবরা চেষ্টা করছিলেন। এক মুহূর্তের মধ্যে ওই নিরাপত্তা কর্মী বন্দুক বের করে গুলি চালিয়ে দেয়। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ঘটনাস্থলেই মেহভিশের মৃত্যু হয়। উমার সেখান থেকে পালাবার চেষ্টা করলেও বাস কোম্পানিটির অন্যান্য কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চিকিৎসক উজমা টুইটারে লিখেছেন, ‘না বলতে পারাটা পাকিস্তানে কঠিন বিষয়। যাকে আপনার ভালো লাগে না তাকে সে কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনি নারী।’ সাংবাদিক জোফেন ইব্রাহিম প্রশ্ন রেখেছেন, ‘আর কতদিন দোষীরা ছাড় পেতে থাকবে?’ আহসান ইফতেখার নাগির টুইট, ‘আমার মনে হয় প্রাথমিক স্তর থেকেই থেকেই লিঙ্গ সমতার বিষয়ে কোর্স করানো উচিত।’

অভিযুক্ত উমার দারাজ

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা