X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সামরিক অভিযানে কাশ্মিরে ভারতীয় স্নাইপার ও কমান্ডোরা

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৮, ২১:২৭আপডেট : ২১ জুন ২০১৮, ২২:১২

মাসখানেক বিরতির পর জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে ভারতীয় স্নাইপার ও কমান্ডোদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দৃশ্যত সামরিক অভিযানের লক্ষ্যেই তাদের সেখানে জড়ো করা হয়েছে। শ্রীনগর সংলগ্ন হামহাহা এলাকায় সীমান্ত নিরাপত্তা বাহিনীর একটি ক্যাম্পে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিজাত বিশেষ বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্যদের প্রশিক্ষণ নিতে দেখা গেছে। কালো রঙয়ের ইউনিফর্ম পর বিশেষ বাহিনীর এই কমান্ডোরা অন্য বাহিনীগুলোর সঙ্গে সমন্বিত মহড়ায়ও অংশ নিচ্ছেন।

সামরিক অভিযানে কাশ্মিরে ভারতীয় স্নাইপার ও কমান্ডোরা ন্যাশনাল সিকিউরিটি গার্ডের হাউস ইন্টারভেনশন টিমের প্রায় দুই ডজন স্নাইপারকে গত দুই সপ্তাহ ধরে প্রশিক্ষণ নিতে দেখা যাচ্ছে। বিএসএফ স্টেশনে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের শখানেক জওয়ান মোতায়েন রাখতে চায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাইজ্যাকবিরোধী মহড়ায় পারদর্শী হয়ে উঠলে তাদের বিমানবন্দর সংলগ্ন এলাকায় মোতায়েন করা হবে।

গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কাশ্মির থেকে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোদের সরিয়ে নেওয়া হয়েছিল। সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শিগগিরই তাদের পুনরায় উপত্যকাজুড়ে মোতায়েন করা হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

কর্মকর্তারা বলছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোদের উপস্থিতি উপত্যকায় বেসামরিক মানুষের প্রাণহানি কমাতে সহায়ক হবে।

এর আগে কাশ্মিরে স্বাধীনতার দাবিতে আন্দোলনরত সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে পুনরায় ভারতের সামরিক অভিযান শুরুর খবর দেয় আল জাজিরা। রমজান মাস উপলক্ষে একতরফাভাবে ঘোষিত ৩০ দিনের অস্ত্রবিরতি শেষে এ অভিযান শুরুর কথা জানায় সংবাদমাধ্যমটি।

কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামীকিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদীন সবথেকে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। কাশ্মির প্রশ্নে সমগ্র ভারতীয় স্টাবলিশমেন্টের দৃষ্টিভঙ্গিতেই সেখানকার সমস্যাকে ‘বিচ্ছিন্নতা আর জঙ্গিবাদের’ সমস্যা আকারে দেখা হয়ে থাকে। কাশ্মিরের বিদ্রোহীদের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান চালিয়ে থাকে ভারতীয় বাহিনী।

গত রবিবার (১৭ জুন) টুইটারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হতে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী অস্ত্রবিরতি পালন করলেও জঙ্গিরা অনবরত বেসামরিক লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে গেছে। এতে হতাহত হয়েছে মানুষ।’

পুলিশের দাবি, গত ৩০ দিনে ছয় বেসামরিক, ৯ নিরাপত্তাকর্মী ও ২০ জনেরও বেশি বিদ্রোহী নিহত হয়েছে। তাদের বেশিরভাগই লাইন অব কন্ট্রোলের কাছে মারা গেছে। এ সহিংসতা চলার মধ্যে প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারীকে রহস্যজনকভাবে হত্যা করা হয়।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্য বিজেপি’র (ভারতীয় জনতা পার্টি) মুখ্য মুখপাত্র সুনীল শেঠী বলেন, ‘আমরা আশা করেছিলাম জঙ্গি ও পাকিস্তানের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাবে। আমাদের বন্দুক বন্ধ ছিল, কিন্তু জঙ্গিরা প্রতিদিন হামলা চালিয়ে গেছে। অস্ত্রবিরতি অর্থহীন হয়ে পড়েছিল। সরকারের পক্ষে অস্ত্রবিরতি অব্যাহত রাখা কঠিন হয়ে পড়ে। রাস্তায় এতো রক্তপাতের পরও আমরা তা চালিয়ে যেতে পারি না।’

উল্লেখ্য, বিশ্বের সবথেকে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে।  ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে। সূত্র: আল জাজিরা, এনডিটিভি।

/এএ/এমপি/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
রাঙামাটিতে ডাম্প ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিক নিহত
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা