X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আলোচনায় বসতে মাহমুদ আব্বাসকে ট্রাম্প-জামাতার হুমকি

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৮, ১৯:৪৯আপডেট : ২৪ জুন ২০১৮, ২০:২৯
image

জেরুজালেমে মার্কিন দূতাবাস প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে মানতে নারাজ ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরকারী ট্রাম্প প্রশাসনের উপদেষ্টা ও তার জামাতা জ্যারেড কুশনার আর আইনি পরামর্শক জ্যাসন গ্রিনব্লাটের সঙ্গে কোনও আলোচনায় অংশ নেননি তারা। তবে সফরের শেষদিনে, ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি প্রক্রিয়া’ নিয়ে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তার ইসরায়েল-ঘনিষ্ঠ জামাতা কুশনার। তিনি হুমকি দিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষিত ওই শান্তি প্রস্তাব নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি না হলে পরিকল্পনাটি জনসম্মুখে ফাঁস করা হবে।  
মাহমুদ আব্বাস (বায়ে) ও জ্যারেড কুশনার (ডানে)  

ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ঐতিহাসিকভাবেই ইসরায়েল-ঘেঁষা হলেও ওবামা প্রশাসন পর্যন্ত তারা দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ার পক্ষে ছিল। বিগত মার্কিন প্রশাসনগুলো চাইতো, দুই দেশের মধ্যকার সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হোক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পাশাপাশি ১৯৬৭ সালের প্রস্তাবিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই অবস্থান ছিল তাদের। তবে ট্রাম্প সমগ্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। নির্বাচনি প্রচারণার সময় থেকেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতির সমালোচনা করে আসা ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নতুন শান্তি প্রস্তাব তৈরির কথা জানান।

ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারকে গত বছর থেমে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলবার তিনি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাস গ্রিনব্লাটকে নিয়ে জর্ডানে যান। জর্ডান ছাড়াও তারা মিসর, সৌদি আরব, কাতার ও ইসরায়েল সফর করেছেন তারা। সফরের শেষ দিনে জ্যারেড কুশনার ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসকে এক বিরল সাক্ষাৎকার দিয়েছেন। জানিয়েছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রাজি থাকলে তার সঙ্গে বৈঠকে বসতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। তবে যদি ফিলিস্তিন আলোচনায় না আসে তাহলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তিচুক্তির বিষয়বস্তু জনসম্মুখে ফাঁস করে দেওয়া হবে।

কুশনার ও গ্রিনব্লাটকে এই সফরে বর্জন করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। কুশনার দাবি করেন, বৈঠকের জন্য তারা সরাসরি আব্বাসের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। কারণ তারা জানেন, আব্বাস যখন চাইবেন যুক্তরাষ্ট্র বৈঠক ও আলোচনার জন্য প্রস্তুত। সাক্ষাৎকারে কুশনার আরও দাবি করেন, বহুল আলোচিত এই শান্তি পরিকল্পনা শিগগিরই চূড়ান্ত হয়ে যাবে। প্রায় সব কাজ শেষ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অনেক শুনেছে। ফিলিস্তিনিরা মনে করেন না তাদের জীবনের উন্নতি হচ্ছে। আর এজন্য একমাত্র ফিলিস্তিনি নেতৃত্বকে দায়ী মনে করেন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের প্রতি কুশনারের আহ্বান, ‘যে চুক্তি সম্পর্কে আপনারা জানেন না সেটা প্রত্যাখ্যান করবেন না। কয়েক দশক আগে শুরু হওয়া সংঘাতের পর থেকে বিশ্বের অনেক কিছুই বদলে গেছে। পৃথিবী অনেক এগিয়ে গেছে কিন্তু আপনারা সেই আগের জায়গাতেই আছেন। ’
উল্লেখ্য, জামাতা কুশনারের চিন্তা-পরিকল্পনা ও উদ্যোগেই ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি প্রস্তাব বাস্তব রূপ পেয়েছে। আল জাজিরার খবরে কুশনারের ইসরায়েলপ্রীতির নেপথ্য কারণ হিসেবে হাজির করা হয়েছে। বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে কুশনার ও গ্রিনব্লাটের ব্যক্তিগত ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার মধ্যে রয়েছে ইসরায়েলের দখলকৃত এলাকায় অবৈধ বসতিতে বড় ধরনের তহবিল। এসব ঘটনায় শান্তি পরিকল্পনার বিস্তারিত জানার আগেই তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন।

/এএ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক