X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পশ্চিমতীর ও গাজাকে বিভক্ত করার প্রস্তাব আনছেন ট্রাম্প!

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০১৮, ২০:৫১আপডেট : ২৪ জুন ২০১৮, ২১:০৯
image

বর্তমান মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনের ‘শান্তি প্রস্তাব’র বিষয়বস্তু সম্পর্কে কিছু্‌ই বলা হয়নি এখনও। তবে এরইমধ্যে বেশকিছু সংবাদমাধ্যম ওই প্রস্তাবের বিষয়বস্তুর একাংশ ফাঁসের দাবি করেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই পরিকল্পনায় গাজা ও পশ্চিম তীরকে বিভক্ত করার প্রস্তাব দেওয়া হতে পারে। কথিত ওই শান্তি প্রস্তাবের প্রধান রূপকার ট্রাম্প-জামাতা কুশনার পশ্চিম তীর ও গাজাকে বিভক্ত করার পরিকল্পনার কথা অস্বীকার করেননি। সংবাদমাধ্যমের এ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেছেন তিনি।


মধ্যপ্রাচ্যের মানচিত্রে পশ্চিমতীর ও গাজা উপত্যকার অবস্থান

ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ঐতিহাসিকভাবেই ইসরায়েল-ঘেঁষা হলেও বিগত মার্কিন প্রশাসনগুলো চাইতো, দুই দেশের মধ্যকার সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হোক। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের পাশাপাশি ১৯৬৭ সালের প্রস্তাবিত সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেই অবস্থান ছিল তাদের। তবে ট্রাম্প সমগ্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে সেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কফিনে শেষ পেরেক পুঁতে দেন। কেননা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়ার অংশ হিসেবে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি রাজধানী হওয়ার কথা।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান নীতির সমালোচনা করে আসা ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই নতুন শান্তি প্রস্তাব তৈরির কথা জানান। ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনারকে গত বছর থেমে যাওয়া শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্বের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যাস গ্রিনব্লাটকে নিয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করলেন তিনি।

ইসরায়েলি প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ ২০১৭ সালের জুলাই মাসেই  এই চুক্তি ফাঁস করার দাবি করে। পত্রিকাটি জানায়, ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে স্বাক্ষরিত 'শতাব্দীর সেরা চুক্তি' স্বাক্ষরিত হয়েছে। এতে  দুই রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, দখলকৃত গাজা উপত্যকা চলে যাবে মিসরের অধীনে। আর দখলকৃত পশ্চিম তীরের একাংশে থাকবে জর্ডানের রাজনৈতিক কর্তৃত্ব। পশ্চিম তীরের অবশিষ্ট অংশ শাসন করবে ইসরায়েল। এখানে বসবাসরত ফিলিস্তিনিদের ইসরায়েল রাষ্ট্রের নাগরিকত্ব দেওয়া হবে। সম্প্রতি আরও কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় পশ্চিমতীর ও গাজা উপত্যকাকে বিভক্ত করার প্রস্তাব রয়েছে।

ফিলিস্তিনি মধ্যস্ততাকারী ও পিএলও’র সেক্রেটারি জেনারেল সায়েব এরেকাতও অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র গাজাকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করা চেষ্টা করছে। এরেকাতের এই অভিযোগ এড়িয়ে কুশনার সাক্ষাৎকারে বলেছেন, শেষ যখন আমি দেখেছি তারা সরকার বা ভূমির মাধ্যমে সংযুক্ত ছিল না। গাজার মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে ফিলিস্তিনি নেতাদের কারণেই। ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজার বেতন-ভাতা বন্ধ করে দেওয়ার পরিস্থিতির অবনতি হয়। আরব দেশগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে কুশনার জানান, আরব নেতারা পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী ও ফিলিস্তিনিরা যাতে অর্থনৈতিক সুযোগ ও সম্মান পায় তা চান। তারা চান আল-আকসা মসজিদ যেন বিশ্বের মুসলমানদের জন্য উন্মুক্ত থাকে। 

/এএ/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!