X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মাহমুদ আব্বাসকে উৎখাতে কঠোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফিলিস্তিন

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৩:১৪আপডেট : ২৫ জুন ২০১৮, ১৩:১৭

ফিলিস্তিনের এক শীর্ষ মধ্যস্ততাকারী সায়েব এরেকাত অভিযোগ করেছেন, মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকারকে উৎখাতের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও শীর্ষ উপদেষ্টা জ্যারেড কুশনার ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ জ্যাসন গ্রিনব্লাটের মধ্যপ্রাচ্য সফর শেষে এই অভিযোগ তুললো ফিলিস্তিন। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র অযোগ্য বলে দাবি করেছেন এরেকাত।

সায়েব এরেকাত

রবিবার আরবি ভাষার দৈনিক পত্রিকা আল-কুদস-এ কুশনারের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে কুশনার জানান, শিগগিরই ট্রাম্প প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিন শান্তি পরিকল্পনা প্রকাশ করবে। এতে মাহমুদ আব্বাস অংশগ্রহণ না করলেও তা প্রকাশ করা হবে। একই সাক্ষাৎকারে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য মাহমুদ আব্বাসের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেন।

কুশনারের সাক্ষাৎকারের পর রবিবার রামাল্লায় এরেকাত বলেন, ফিলিস্তিনের সরকারকে হটানোর জন্য যুক্তরাষ্ট্র কঠোর চেষ্টা করছে। কারণ প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি সরকার আন্তর্জাতিক আইনে সত্যিকার, দীর্ঘমেয়াদি ও সর্বাত্মক শান্তি চায়।

২০১৭ সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন আব্বাস।

সাক্ষাৎকারে কুশনার আরও দাবি করেছিলেন, ফিলিস্তিনি নেতৃত্ব ভীত, কারণ দেশটির জনগণ হয়ত মার্কিন পরিকল্পনা গ্রহণ করে ফেলবে। একই সঙ্গে কুশনার ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান, তারা যেন তাদের নেতাদের বলেন যে পরিকল্পনা তারা দেখেননি তা প্রত্যাখ্যান না করতে।

কুশনারের এই মন্তব্যের প্রেক্ষিতে এরেকাত বলেন, রাজনৈতিক অধিকার খর্ব করে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনি ভূমি ও জীবনে ইসরায়েলের ঔপনিবেশিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার পরিকল্পনা এই চুক্তি। তারা ফিলিস্তিনি জনগণকে বলছে অধিকার হরণের ক্ষতিপূরণ অর্থ দিয়ে দেওয়া হবে। সূত্র: আল জাজিরা।



 

/এএ/
সম্পর্কিত
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান
সর্বশেষ খবর
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট