X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কোরীয় যুদ্ধের ৬৮ বছর পরও স্বজনদের লাশের অপেক্ষায় শতাধিক মার্কিন পরিবার

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৬:৪১আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:৪৪

আজ থেকে ঠিক ৬৮ বছর আগে, ১৯৫০ সালের ২৫ জুন শুরু হয়েছিল কোরীয় যুদ্ধ। ওই সময় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে উত্তর কোরীয় ট্যাংক ও সেনারা সীমান্ত অতিক্রম করে। ওই যুদ্ধে দক্ষিণ কোরিয়ার হয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় যুক্তরাষ্ট্র। প্রায় সত্তর বছর আগের ওই যুদ্ধে উত্তর কোরিয়ায় নিহত হন কয়েক হাজার মার্কিন সেনা। দীর্ঘ প্রায় সাত দশক ধরে সেনাদের পরিবার ও মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের পরও তাদের লাশ ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

কোরীয় যুদ্ধের ৬৮ বছর পরও স্বজনদের লাশের অপেক্ষায় শতাধিক মার্কিন পরিবার

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনা কার্লে সেইডেলের মেয়ে রুথ হাবার্ট। প্রশান্ত সাগরের এক সৈকতে দাঁড়িয়ে দিগন্তের থাকিয়ে মনে মনে ভাবেন, ওপারে কোথাও রয়েছেন তার বাবা। ছোটবেলায় রুথ কোরিয়া শব্দটির সঙ্গে পরিচিত হয়েছেন যখন তিনি এই শব্দটির অর্থও বুঝতে পারতেন না। সিএনএনকে তিনি বলেন, কথা বলতে শেখার আগেই শব্দটি শুনতে পাই। আমাদের জীবনের অংশে পরিণত হয়েছিল শব্দটি।

রুথের বাবা কার্লে ২৪ বছরে স্ত্রী, মেয়ে ও এক মাস বয়সের ছেলেকে সিয়াটলে রেখে কোরীয় উপদ্বীপে যুদ্ধে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল আরও প্রায় লাখ খানেক মার্কিন সেনা। কিন্তু যুদ্ধে নিহত হন কয়েক হাজার সেনা। তাদের অনেকেরই দেহাবশেষ রয়ে গেছে উত্তর কোরিয়ায়।

১৯৫৩ সালের ২৭ জুলাই যুদ্ধ শেষ হওয়ার আগে উভয় পক্ষের প্রায় ১২ লাখ সেনা নিহত হন। একই সময়ে নিহত প্রায় ১৬ লাখ বেসামরিক মানুষ। উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের নির্মম বোমা হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হামলায় পুরো উত্তর কোরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়।

সিঙ্গাপুরে ১২ জুন উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অদূর ভবিষ্যতে কয়েক হাজার মার্কিন সেনার দেহাবশেষ ফেরত আনা হবে যুক্তরাষ্ট্রে। এই ঘোষণায় ৬৮ বছর আগে স্বজন হারানো কিছু পরিবারে স্বস্তি আনলেও উত্তর কোরিয়ায় থাকা নিহত মার্কিন সেনাদের সংখ্যা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। যদিও কোরীয় যুদ্ধে নিহত সেনাদের সন্তানের বয়স ৬০ বছর হয়ে গেছে।

কোরীয় যুদ্ধের ৬৮ বছর পরও স্বজনদের লাশের অপেক্ষায় শতাধিক মার্কিন পরিবার

যুদ্ধের পর বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উত্তর কোরিয়া। যুদ্ধক্ষেত্রে নিহত হাজার হাজার মার্কিন সেনার দেহাবশেষও উদ্ধার করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে কোরীয় যুদ্ধের সময়কার ৭ হাজার ৬৯৭ জন সেনার এখনও কোনও খোঁজ নেই। এদের মধ্যে ৫ হাজার ৩০০ জনের লাশ উত্তর কোরিয়ায় রয়েছে বলে মনে করা হয়।

১৯৯০ সালের পর থেকে সংরক্ষিত বেসামরিক অঞ্চল দিয়ে ৩৪০ জন সেনার লাশ পাঠিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া আরও প্রায় ২০০ দেহাবশেষ উত্তর কোরিয়া শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে এসব লাশ মার্কিন সেনাদের। আগামী দিনগুলোতে এই লাশগুলো যুক্তরাষ্ট্রের হস্তান্তর করা হবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন।

লাশ হস্তান্তরের কোনও চুক্তি স্বাক্ষর না হলেও দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনাদের এক মুখপাত্র জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিক যুদ্ধবিরতি অঞ্চল দিয়ে হস্তান্তর করা হতে পারে।

মুখপাত্র আরও জানান, লাশ গ্রহণ অনুষ্ঠান শেষে তা হাওয়াইতে পাঠানো হবে। বিশ্বের সবচেয়ে বড় কঙ্কাল শণাক্তকরণ গবেষণাগার রয়েছে সেখানে। নৃবিজ্ঞান, ডিএনএ ও বিভিন্ন বৈজ্ঞানিক ব্যবস্থায় পরীক্ষার মাধ্যমে লাশগুলো শনাক্ত করা হবে।

 

/এএ/
সম্পর্কিত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বশেষ খবর
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
উত্তাল চুয়েটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না