X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদি আরবের

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৯:১৫আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:২০

প্রতিবেশি ইয়েমেনের বিদ্রোহী অধ্যুষ্যিত এলাকা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি আরব। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবে কয়েকমাস ধরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা।

হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি সৌদি আরবের

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রিয়াদে রবিবার দিবাগত রাতে কমপক্ষে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওই সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। রিয়াদের কূটনীতিক এলাকার সড়কে বিস্ফোরক অস্ত্রের খোসা দেখতে পাওয়া যায়। এলাকাটিতে বেশিরভাগ দূতাবাসের অবস্থান ও অনেক বিদেশি সেখানে বাস করেন। রবিবারের ক্ষেপণাস্ত্র হামলার পর এলাকাটির নিরাপত্তা জোরদার করা হয়।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালকি এক বিবৃতিতে বলেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত ও ধ্বংস করেছে। প্রতিহত ক্ষেপণাস্ত্রগুলোর কিছু ধ্বংসাবশেষ আবাসিক এলাকায় পড়েছে। তবে সৌভাগ্যক্রমে এতে কেউ হতাহত হয়নি।

হুথি পরিচালিত সংবাদমাধ্যমে বলা হয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্যান্য লক্ষ্যে বুরকার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হুথি মুখপাত্র মোহাম্মেদ আব্দুল সালামকে উদ্ধৃত করে আল মায়াদেন টিভিতে বলা হয়, ‘আগ্রাসন ও যুদ্ধ যত দীর্ঘ হবে, আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়বে’।

গত সপ্তাহে ইয়েমেনের প্রধান বন্দর নগরী হুদাইদার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সৌদি জোট বিমান হামলা শুরু করার পর এটাই রিয়াদে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। হুদাইদার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযানে গত তিন বছরের মধ্যে হুথিদের সঙ্গে সৌদি জোটের সবচেয়ে বড় যুদ্ধ হয়। হুথিদের রসদ সরবরাহ বন্ধ করার জন্যই শহরটির দখল নেয় সৌদি জোট।

/আরএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা