X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ার ‘মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী’ সমাবেশ বাতিল

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৮, ১৫:৫৭আপডেট : ২৬ জুন ২০১৮, ১৬:১৭
image

২৭ জুন (বুধবার) অনুষ্ঠেয় ‘মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী’ বার্ষিক সমাবেশটি বাতিল করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ায় থাকা নিজস্ব প্রতিবেদককে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি খবরটি জানিয়েছে। বলা হয়েছে, ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার বৈঠক ও দুই দেশের সম্পর্কোন্নয়নকে কেন্দ্র করে সমাবেশটি বাতিল করা হয়। তবে এই সিদ্ধান্তের ব্যাপারে জানতে চাইলে মার্কিন বার্তা সংস্থা এপিকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা।

`উত্তর কোরিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদবিরোধী` সমাবেশ (২০১৭ সালের ছবি)
প্রতি বছর কোরীয় যুদ্ধের বার্ষিকী পালন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির শুরুতে ‘যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাসব্যাপী সংগ্রাম’ নামের সমাবেশটি করে থাকে উত্তর কোরিয়া। সাধারণত প্রতিবছর ২৭ জুন মাসব্যাপী কর্মসূচির সূচনা হয়ে থাকে। এ সমাবেশে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে স্লোগান দেওয়া হয় ও প্রপাগান্ডা কার্টুন প্রদর্শন করা হয়। এমনকি এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ধ্বংসের ছবিযুক্ত স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। বছরের পর বছর ধরে সমাবেশটি করে আসছে পিয়ংইয়ং। গত বছর সেখানে ১ লাখ মানুষ অংশ নিয়েছিল। তবে এ বছর আর তা হচ্ছে না।

উত্তর কোরিয়ার ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ সমাবেশ বাতিলকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন কূটনীতিক মিন্তারো ওবা। তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে বোঝা যায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষমতা প্রদর্শনের খেলা স্থগিতের ক্ষেত্রে উত্তর কোরিয়ার যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এখন তারা দেশের অভ্যন্তরে ইতিবাচক পরিবেশ তৈরি করতে চায় এবং বিদেশে আরও গঠনমূলক সংকেত পাঠাতে চায়।’ মিন্তারো ওবার মতে, এর মধ্য দিয়ে উত্তর কোরিয়ার দুটি লক্ষ্য থাকতে পারে। দেশটি হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে সমৃদ্ধি অর্জন করতে চাইছে। নয়তো, আবারও উত্তেজনা বাড়লে যেন ওয়াশিংটনের ঘাড়ে বেশিরভাগ দোষ চাপানো যায় তা নিশ্চিত করার চেষ্টা করছে।

২২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক সম্মেলনে ট্রাম্প জানিয়েছিলেন, উত্তর কোরিয়া এখন আর বিশ্বের জন্য পারমাণবিক হুমকি নয়। ওই সম্মেলনে দুই দেশের মধ্যে একটি সমঝোতামূলক চুক্তি সম্পন্ন হয়। সেসময় কোরীয় উপদ্বীপে ‘উস্কানিমূলক যুদ্ধ যুদ্ধ খেলা’ বন্ধের ঘোষণা দিয়ে চমক দেন ট্রাম্প। তিনি বলেন, মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নিতে চান তিনি।

১৩ জুন টুইটারে ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার দিক থেকে কোনও পারমাণবিক হুমকি আর অবশিষ্ট নেই। মাত্র দশদিনের ব্যবধানে দেশটিকে এখনও বড় ধরনের পারমাণবিক হুমকি আখ্যা দিয়ে সেদেশে আরোপিত নিষেধাজ্ঞা আরও এক বছর বহাল রাখার ঘোষণা দেন তিনি। তবে ১২ জুন ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠককে সফল করতে কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের প্রতি সুর নরম করে রেখেছে উত্তর কোরিয়া।কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের ২০০ দেহাবশেষ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে তারা। বিপরীতে যুক্তরাষ্ট্রও কোরীয় উপদ্বীপে দক্ষিণের সঙ্গে যৌথ মহড়া স্থগিত করেছে।

 

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন