X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ক্যাপিটাল গেজেট সংবাদপত্র ভবনে হামলায় এক সন্দেহভাজন শনাক্ত

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১০:৪১আপডেট : ২৯ জুন ২০১৮, ১১:৩৫
image

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্যাপিটাল গেজেট সংবাদপত্র ভবনে হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। তার নাম ওয়ারেন রামোস। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনএন খবরটি জানিয়েছে। সূত্রের দাবি, সন্দেহভাজন রামোসের  সঙ্গে সংবাদপত্রটির সংযোগ ছিল। ২০‌১২ সালে সে সংবাদপত্রটির বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলেছিল, কিন্তু মামলাটি খারিজ হয়ে যায়। ক্যাপিটাল গেজেটের ভবনে বৃহস্পতিবার (২৮ জুন) চালানো ওই হামলায় এখন পর্যন্ত ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সংবাদপত্র ভবনটি থেকে ১৭০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়
মেরিল্যান্ডের বহুল প্রচারিত দৈনিক দ্য বাল্টিমোর সান মিডিয়া গ্রুপের মালিকানাধীন পত্রিকা ক্যাপিটাল গেজেট। ক্যাপিটাল গেজেট কমিউনিকেশনস'র প্রকাশনায় প্রকাশ হওয়া দৈনিকটির একটি ডিজিটাল ওয়েবসাইটও রয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) সংবাদপত্রটির কার্যালয়ে বন্দুকধারীর হামলা হয়। এ ঘটনায় পাঁচজন নিহত হয়।

বন্দুক হামলার সময়ে সেখানে থাকা পত্রিকাটির অপরাধ বিষয়ক রিপোর্টার ফিল ডেভিস বলেছেন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। টুইটারে ডেভিস লিখেছেন, কাঁচের দরজার ভিতর দিয়ে বন্দুকধারী বেশ কয়েকজন কর্মীর ওপর গুলিবর্ষণ শুরু করে। মেরিল্যান্ডের কাউন্টি এক্সিকিউটিভের দাবি, হামলার খবর পাওয়ার ৬০ সেকেন্ডের মাথায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় একটি ডেস্কের নিচে লুকিয়ে ছিল সন্দেহভাজন হামলাকারী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীর কোনও ধরনের বন্দুকযুদ্ধ হয়নি।

মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হগান টুইটারে বলেছেন, এই ঘটনায় তিনি সতিকারভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তিনি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এফইউ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…