X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের 'অভিবাসীবিরোধী নীতি'র বিরুদ্ধে সিনেট ভবন দখল করে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৪:৪৬আপডেট : ২৯ জুন ২০১৮, ১৫:০৭
image

অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া জিরো টলারেন্স নীতির বিরোধিতা করে ওয়াশিংটনে তুমুল বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুন) সিনেট ভবন দখল করে নেন বিক্ষোভকারীরা। সেময় এক কংগ্রেস সদস্যসহ প্রায় ৬০০ বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শনের অভিযোগ আনা হয়েছিল। পরে ঘটনাস্থলেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

ট্রাম্পের জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে বিক্ষোভ
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স নীতি’র আওতায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে শুরু হওয়া আটক অভিযান ও মামলার জেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয় দুই হাজারেরও বেশি শিশু। শিশুরা আইনের চোখে অপরাধী না হওয়ায় তাদেরকে আটক মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়। মার্কিন অভিবাসন কর্মকর্তারা বলেছেন, ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত ২ হাজার ২০৬ জন বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ২ হাজার ৩৪২ জন শিশুকে। তুমুল সমালোচনা ও  চাপের মুখে ‘পরিবারকে একত্রিত রাখা’র এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তবে সেই আদেশেও ইতোমধ্যে বিচ্ছিন্ন হওয়া এই দুই সহস্রাধিক শিশুর ব্যাপারে কিছু বলা হয়নি। তাছাড়া অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিও অক্ষুণ্ন রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুন) শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্নকরণ এবং অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে ট্রাম্পের জিরো টলারেন্স নীতির নিন্দা জানিয়ে ওয়াশিংটনে বিক্ষোভ হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে জানা যায়, বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিলেন নারী। তারা সবাই সাদা কাপড় পরেছিলেন। পুলিশের আটক করার হুমকি উপেক্ষা করেই তারা সিনেট ভবনে বিক্ষোভ অব্যাহত রাখেন। বিক্ষোভকারীরা সিনেট ভবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়ে নেন। এ সময় তারা অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশের সতর্কতা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যেতে থাকলে বেশ কয়েকজনকে আটক করা হয়।

ক্যাপিটল হিল পুলিশ জানায়, ৫৭৫ জন বিক্ষোভকারী সিনেট ভবনের একটি গুরুত্বিপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছিল। বেআইনিভাবে বিক্ষোভ প্রদর্শনের জন্য তাদেরকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। ডেমোক্র্যাট দলের সিনেটর প্রমিলা জয়পালকে আটক করা হয়েছিল।

এদিকে শনিবার ওয়াশিটন ডিসি-সহ সারাদেশে #ফ্যামিলিসবিলংটুগেদার ব্যানারে আরও বড় জনসমাগমের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

/এফইউ/
সম্পর্কিত
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন