X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্টকে বাড়তি ক্ষমতা দিয়ে তুরস্কে ডিক্রি জারি

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৭:৪৯আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৭:৫৯
image

সংসদীয় ব্যবস্থা থেকে নির্বাহী প্রেসিডেন্ট শাসিত ব্যবস্থায় যাওয়ার অংশ হিসেবে প্রেসিডেন্টকে বাড়তি ক্ষমতা দিয়ে ডিক্রি জারি করেছে তুরস্ক। বুধবার (৪ জুলাই) তুরস্কের সরকারি গেজেটে ডিক্রিটি জারি করা হয়। এর মধ্য দিয়ে দেশটির প্রথম ‘নির্বাহী প্রেসিডেন্ট’ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রজব তায়্যিব এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

তুরস্কের রাস্তায় এরদোয়ানের ছবি
গত বছর অনুষ্ঠিত গণভোটে সাংবিধানিক পরিবর্তনের পক্ষে রায় দেয় তুর্কি জনগণ। ওই গণভোটে দেশের সংসদীয় ব্যবস্থাকে নির্বাহী প্রেসিডেন্সিয়াল ব্যবস্থায় পরিণত করার পক্ষে রায় এসেছিল। নতুন ব্যবস্থা অনুযায়ী,পরবর্তী প্রেসিডেন্ট উল্লেখযোগ্য নির্বাহী ক্ষমতা পাবেন। এমনকি প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করতে পারবেন তিনি। নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টের মনিটরিং করার ভূমিকাও বাতিল করার ক্ষমতা থাকবে তার হাতে। গত ২৪ জুন একযোগে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় তুর্কি জনগণ। ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেন রজব তায়্যিব এরদোয়ান।

আগামী ৯ জুলাই এরদোয়ান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। আর তার আগে আগে প্রেসিডেন্টকে বাড়তি ক্ষমতা দিয়ে ডিক্রি জারি করেছে তুরস্ক। বুধবার সরকারি গেজেটে প্রকাশিত ডিক্রি অনুযায়ী, ১৯২৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রণিত আইনগুলোতে পরিবর্তন আনা হবে। সেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ লেখা জায়গায় প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের কার্যালয়কে অন্তর্ভুক্ত করা হবে।

নতুন ব্যবস্থা অনুযায়ী,পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এরদোয়ান উল্লেখযোগ্য নির্বাহী ক্ষমতা পাবেন। পার্লামেন্টের অনুমোদন ছাড়াই প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করতে পারবেন এবং মন্ত্রণালয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন তিনি। নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টের মনিটরিং করার ভূমিকাও বাতিল করার ক্ষমতা থাকবে এরদোয়ানের হাতে। এরদোয়ান শপথগ্রহণের পরই ডিক্রিতে উল্লেখ করা পরিবর্তনগুলো কার্যকর হবে।

২০১৬ সালে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তুরস্কে জরুরি অবস্থা জারি করা হয়। আর তখন থেকেই পার্লামেন্টকে পাশ কাটিয়ে একের পর এক ডিক্রি জারি করে যাচ্ছে তুরস্ক সরকার।

 

 

/এফইউ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ