X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আবারও ‘রাসায়নিক প্রয়োগের ঘটনা’ তদন্ত করছে যুক্তরাজ্য পুলিশ

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৯:৫৪আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২০:০২

সম্ভাব্য আরেকটি বিষ প্রয়োগের ঘটনা তদন্ত করছে যুক্তরাজ্য পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় স্যালসবুরি শহরে অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে। তবে আক্রান্ত দুজনের পরিচয় প্রকাশ করা হয়নি। গত মার্চে স্যালসবুরি শহরের একটি পার্কের বেঞ্চে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। আবারও ‘রাসায়নিক প্রয়োগের ঘটনা’ তদন্ত করছে যুক্তরাজ্য পুলিশ
গত ৪ মার্চ যুক্তরাজ্যের সালসবেরি শহরের একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে পক্ষত্যাগী রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ। তবে তাদের ওপর রাসায়নিক প্রয়োগের অভিযোগ অস্বীকার করে রুশ কর্তৃপক্ষ। এই নিয়ে পাল্টাপাল্টি কূটনৈতিক বহিস্কার কর দেশ দুটি। পরে এতে অন্য পশ্চিমা দেশগুলোও যোগ দেয়।

মঙ্গলবার যুক্তরাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ এই সন্ধ্যায় উইল্টশায়ার পুলিশ ও ঘটনার শিকার দুই ব্যক্তির বাবা-মায়েরা একট বড় খবর জানায়। তারা জানায় অ্যামেসবুরি এলাকায় সন্দেহভাজন অজ্ঞাত বস্তুতে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় অ্যামেসবুরি এলাকায়  ৪০ এর কোঠায় থাকা এক পুরুষ ও নারীকে নিজেদের প্রোপার্টিতে অচেতন অবস্থায় পাওয়া যাওয়ার পর জরুরি সেবা ডেকে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমকে উদ্ধৃত করে বুধবারের দ্য সান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, সাবেক রুশ গুপ্তচরের ওপর রাসায়নিক প্রয়োগের ঘটনার সঙ্গে এই ঘটনার অনেক মিল পাওয়া গেছে। সংবাদপত্রটির খবরে বলা হয়েছে, ‘চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন এই দুজনকে বিষ প্রয়োগ করা হয়েছে আর সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের মতো একই ধরণের লক্ষণ দেখা গেছে।’

বুধবার পুলিশের তরফে জানানো হয়েছে, ওই নারী ও পুরুষকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে সতর্কতা হিসেবে সেই এলাকা ঘিরে রাখা হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে ক্যামেরনের আহ্বান
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!