X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সামরিক অভিযানে ভেনেজুয়েলা দখল করতে চেয়েছিলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ১১:৩৫আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১১:৩৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় বেশ কয়েকবার সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলা দখলের সম্ভাব্যতা নিয়ে কথা বলেছিলেন। নতুন এক রিপোর্টের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

সামরিক অভিযানে ভেনেজুয়েলা দখল করতে চেয়েছিলেন ট্রাম্প

গত বছর আগস্টে ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযানের বিষয়টি জনসম্মুখে আনেন। ওই সময় ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার জন্য আমাদের অনেক বিকল্প রয়েছে। প্রয়োজনে সামরিক বিকল্পও বিবেচনা করা হবে। কিন্তু ট্রাম্প সম্ভাব্য মার্কিন দখল অভিযানের বিষয়টি নিয়ে প্রকাশ্যে যা বলেছেন তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন।

জনসম্মুখে সামরিক অভিযানের বিষয়টি আনার আগের দিন ওভাল অফিসের বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের চমকে দেন ট্রাম্প। তিনি তাদের কাছে জানতে চান, ভেনেজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ওই অঞ্চলের জন্য হুমকি হওয়ার পরও কেন নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না।

অজ্ঞাত এক শীর্ষ কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানায়, বৈঠকে উপস্থিতরা ট্রাম্পের এই পরামর্শ শুনে হতভম্ব হয়ে যান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্ট এইচআর ম্যাকমাস্টার ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। পরে এই দুজনই ট্রাম্প প্রশাসন ছেড়ে যান।

প্রশাসনের কর্মকর্তারা ট্রাম্পকে সামরিক অভিযান চালানোর প্রস্তাব থেকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। তারা তুলে ধরেন, এধরনের সামরিক অভিযানে লাতিন আমেরিকার মিত্রদের বিচ্ছিন্ন করে দেবে। এসব মিত্ররা মাদুরো সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপকে সমর্থন করেছে।

ওই অজ্ঞাত কর্মকর্তার ভাষায়, বৈঠকের এসব আলোচনা ট্রাম্পকে এই মনোভাব থেকে বিরত রাখতে পারেনি। বৈঠকের পরদিন নিউ জার্সিতে গল্ফ মাঠে টিলারসনকে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার জন্য আমাদের অনেক বিকল্প আছে। তারা আমাদের প্রতিবেশী। বিশ্বের সব স্থানে আমরা রয়েছি এবং বিশ্বের অনেক দূরবর্তী স্থানেও আমাদের সেনা রয়েছে। ভেনেজুয়েলা খুব বেশি দূরে নয় এবং সেখানে মানুষ দুর্ভোগে রয়েছে ও মারা যাচ্ছে। প্রয়োজনে সামরিক পদক্ষেপসহ ভেনেজুয়েলার জন্য আমাদের অনেক বিকল্প রয়েছে।

হোয়াইট হাউস পরে জানায়, তারা মাদুরোর একটি ফোন গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো ট্রাম্পের হুমকিকে পাগলামি ও একেবারে চরমপন্থী বলে আখ্যায়িত করেছিলেন।

পরবর্তীর কয়েক সপ্তাহও ট্রাম্প দখল অভিযানের বিষয়টি বিবেচনায় রেখেছিলেন বলে জানিয়েছে এপি। নিউ জার্সির পরে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের সঙ্গে আলোচনাতেও বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। পরে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সঙ্গে একান্ত নৈশভোজেও বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। এর মধ্য দিয়ে ট্রাম্প স্পষ্ট করেন যে, তিনি উপদেষ্টাদের পরামর্শকে পাত্তা দিচ্ছেন না।

নৈশভোজে ট্রাম্প বলেন, আমার কর্মকর্তারা এটা না করার জন্য বলছেন। উপস্থিতদের তিনি জিজ্ঞেস করেন, তারা কি সামরিক সমাধান চান।

এপি’র খবরে বলা হয়েছে, ম্যাকমাস্টার শেষ পর্যন্ত ট্রাম্পকে দখল অভিযানের বিপদ সম্পর্কে বুঝাতে সক্ষম হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সামরিক অভিযান ও দখল নিয়ে ট্রাম্পের পদক্ষেপ অস্থিরপ্রকৃতির। সিরিয়া থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে আনার কথা বলছেন তিনি। তার প্রশাসন ইউরোপ থেকেও সেনা ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু শুধু ভেনেজুয়েলাকেই তিনি সরাসরি হুমকি দিয়েছেন তা নয়। গত বছর তিনি উত্তর কোরিয়াকেও হুমকি দিয়েছিলেন।

 

/এএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’