X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মার্কিন হুমকির পরও ইরানের তেল আমদানি করবে ৫ পরাশক্তি

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ২১:৩৯আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২১:৪৫

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুমকি আমলে নিচ্ছে না বিশ্বের ৫টি পরাশক্তি। শুক্রবার তেহরানে এক সম্মেলনে ইরানের পারমাণবিক চুক্তির বাকি সহযোগী দেশগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে, বৈশ্বিক অর্থনীতি সচল রাখতে ইরানের জ্বালানি রফতানির সুযোগ অব্যাহত রাখবে তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ছাড়াও রাশিয়া ও চীন তেহরানের এই সম্মেলনের যোগ দেয়। তেহরানে ৫ পরাশক্তির বৈঠক

২০১৫ সালের জুলাইয়ে ভিয়েনায় পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ছয় পরাশক্তি। দুই মাস আগে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফ থেকে হুমকি দেওয়া হয়, ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের তেল রফতানি আয় শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় তারা। এজন্য বিভিন্ন দেশের ওপর হুমকি ও চাপ প্রয়োগ অব্যাহত রেখেছেন তারা।

তবে ওই চুক্তিতে স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশ বলছে, ২০১৫ সালের চুক্তি বহাল এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার আবারও ভিয়েনায় ২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তির ১১টি পয়েন্টের ওপর নিজের সম্মতি দেন।

এক যৌথ বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এবং অন্যরা চুক্তির বিষয়ে প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর থেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়েছে ইরান। যুক্তরাষ্ট্রের তরফে হুমকি দেওয়া হয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্য করা কোম্পানি ও ব্যাংকগুলোও তাদের নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তবে বাকি স্বাক্ষরকারীরা বলছেন, তারা ইরানে বিনিয়োগ ও বাণিজ্য সচল রাখতে কাজ করবে।

মার্কিন নিষেধাজ্ঞা থেকে ইরানের সঙ্গে বাণিজ্য করা কোম্পানিগুলোকে সুরক্ষা দিতে অর্থনৈতিক চ্যানেল রক্ষায় একমত পোষণ করার কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এছাড়া ইরানের সঙ্গে আকাশ, সমুদ্র ও স্থলবন্দরের মাধ্যমে যোগাযোগ রক্ষায়ও সম্মত হন তারা।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডারিকা মোগেরিনি বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হলো পারমাণবিক চুক্তি রক্ষা করা, যা সবার নিরাপত্তা স্বার্থের জন্য প্রয়োজনীয়।

তবে তাৎক্ষণিকভাবে ইরানের তরফ থেকে আলাদা কোনও বিবৃতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইউরোপীয়দের অর্থনৈতিক প্রস্তাব আমাদের সব দাবি পূরণ করতে পারছে না।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী