X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের কার্টুন বেলুন ওড়াবার অনুমতি দিলেন লন্ডনের মেয়র

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৬ জুলাই ২০১৮, ২১:৫১আপডেট : ০৬ জুলাই ২০১৮, ২১:৫৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল বড় কার্টুন বেলুন ওড়াবার অনুমতি দিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। আগামী সপ্তাহে ট্রাম্পের যুক্তরাজ্য সফরের সময় ‘অ্যাংরি বেবি’ নামের ওই কার্টুন বেলুনটি লন্ডনের আকাশে ওড়ানো হবে। ১৩ জুলাই ট্রাম্প উপস্থিত হলেই লন্ডনের আকাশে তার মতো দেখতে কার্টুন বেলুনটি উড়তে দেখবেন। ৬ মিটার লম্বা বেলুনটি উড়বে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের ওপর। আর ট্রাম্পকে ‘স্বাগত জানাতে’ একই দিন সেন্ট্রাল লন্ডনে আয়োজিত হবে ‘ট্রাম্প থামাও’ শীর্ষক মিছিল! ট্রাম্পের কার্টুন বেলুন ওড়াবার অনুমতি দিলেন লন্ডনের মেয়র

চাঁদার অর্থে বানানো ওই কার্টুন বেলুনটি ওড়াবার কর্মসূচীর সঙ্গে সংশ্লিষ্ট পরিবেশ আন্দোলন কর্মী লিও মুরে বলেছেন, ‘ট্রাম্প খুবই আত্মবিশ্বাসহীন মানুষ এবং সেটাকে ব্যবহার করাই আমাদের জন্য খোলা থাকা একমাত্র পথ। আমরা যদি তার মনোযোগ পেতে চাই তাহলে আমাদের এমন কিছু করতে হবে যাতে তিনি অপমানিত বোধ করেন।’ তিনি ওই বিকটদর্শন বেলুনটিকে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ভট ক্লোন’ হিসেবে বর্ণনা করে বলেছেন, বেলুনটি পুরো পৃথিবীর সামনে একটি সত্য ফুটে ওঠা আয়না হিসেবে আবির্ভূত হবে। মুরের ভাষ্য, ‘আমরা নিশ্চিত করতে চাই, যখনই তিনি বেলুনটির দিকে তাকাবেন তখনই যেন তার মনে হয় যে পুরো ব্রিটেন তার দিকে তাকিয়ে হাসাহাসি করছে।’

১০ হাজারেরও বেশি মানুষ ওই বেলুনটি ওড়াবার অনুমতি দেওয়ার জন্য ইন্টারনেটে একটি আবেদনে স্বাক্ষর করেছিলেন। বেলুনটি ওড়াবার জন্য ১৬ হাজার পাউন্ড চাঁদা সংগ্রহ করা হয়েছে। আয়োজকদের ভাষ্য, বেলুনটি ঠিক যেন ট্রাম্পের মতোই দেখতে— ‘ভঙ্গুর অহং এবং ছোট হাতের একটি রাগী শিশু।’ বিদেশে থাকা মার্কিন নাগরিকদের সহায়তাকারী সংস্থা ‘রিপাবলিকান ওভারসিজের’ একজন মুখপাত্র মন্তব্য করেছেন, ‘যারা এটি ওড়াচ্ছেন এটি তাদের জন্য বিব্রতকর। সেই সঙ্গে বিব্রতকর লন্ডনে বসবাসকারী ব্রিটিশ এবং সমগ্র ব্রিটেনবাসীর জন্য। আমি মনে করি না এতে ট্রাম্প বিব্রত হবেন।’

পরিকল্পনা করা হয়েছে, বেলুনটি ১৩ জুলাই সকালে দুই ঘন্টার জন্য ওড়ানো হবে। ওই সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকের জন্য ডাউনিং স্ট্রিটের দিকে বের হওয়ার কথা ট্রাম্পের। বেলুনটি পার্লামেন্ট স্কয়ার গার্ডেনের ওপর উড়বে। লন্ডনের মেয়রের একজন মুখপাত্র বলেছেন, ‘মেয়র শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচীকে সমর্থন করেন এবং স্বীকার করেন যে প্রতিবাদ কর্মসূচি বিভিন্নভাবে আয়োজন করা যেতে পারে। তার প্রতিনিধিরা আয়োজকদের সঙ্গে দেখা করেছেন এবং পার্লামেন্ট স্কয়ার গার্ডেনে বেলুনটিকে বেঁধে রাখার অনুমতি দিয়েছেন।’

অবশ্য বেলুনটি ওড়াবার আগে আয়োজকদের বিমান চলাচল কর্তৃপক্ষ ও পুলিশের অনুমতি নিতে হবে। নিপীড়ন বিরোধী ‘প্রতিবাদী শিল্পী’ হিসেবে পরিচয় দেওয়া বেলুন ওড়ানো কর্মসূচীর আয়োজকরা এখন ওই দুই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের সফরের শেষে আয়োজকরা বেলুনটিকে বিভিন্ন দেশে সফরে পাঠাতে চান।

ট্রাম্পের কার্টুন বেলুন ওড়াবার অনুমতি দেওয়ায় লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে পাল্টা প্রচারণা শুরু হয়েছে। ওই প্রচারণার আয়োজকরা সাদিক খানের কার্টুন বেলুন ওড়াবার জন্য ১০ হাজার পাউন্ডের চাঁদা সংগ্রহ করেছেন। ট্রাম্পের কার্টুন বেলুন উড়িয়ে প্রতিবাদ জানাতে চাওয়া ব্যক্তিদের পরিকল্পনা ছাড়াও রয়েছে আরও কয়েকটি ট্রাম্প বিরোধী কর্মসূচি। এসব কর্মসূচীর আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টুগেদার এগেইনস্ট ট্রাম্প’ নামের জোট গঠন করেছেন। জোটের সদস্য হয়েছে ট্রেড ইউনিয়ন থেকে শুরু করে পরিবেশ আন্দোলন কর্মীরা।

যুক্তরাজ্যে তার সংক্ষিপ্ত সফরের সময় ডোনাল্ড ট্রাম্প রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গেও দেখা করবেন। খুব সম্ভবত তাদের সাক্ষাৎ হবে লন্ডন থেকে দূরে অবস্থিত উইন্ডসর দুর্গ। রানির সঙ্গে দেখা করে তার স্কটল্যান্ড যাওয়ার কথা রয়েছে, সেখানে তার মায়ের জন্মস্থান। স্কটল্যান্ডে ট্রাম্প দুইটি গল্ফ ক্লাবেরও মালিক। লন্ডনের মতো স্কটল্যান্ডের গ্লাসগো ও এডিনবার্গ শহরেও ট্রাম্পবিরোধী কর্মসূচি পালনের পরিকল্পনা করা হয়েছে। ‘টুগেদার এগেইনস্ট ট্রাম্পের’ একজন মুখপাত্র মন্তব্য করেছেন, ‘আনুষ্ঠানিকভাবে তিনি যে লন্ডনের কোনও বড় সমাবেশে যোগ দেওয়ার সুযোগ পাবেন না বরং লন্ডনের বাইরে অবস্থিত দুর্গে সময় কাটাবেন, সেটাকেই আমরা বিজয় হিসেবে দেখছি।’

/এএমএ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া