X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

থাই গুহার ২ মাইল ভেতরে থাকা শিশুদের উদ্ধারে চলা তৎপরতা স্থগিত (ভিডিও)

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১১:৩৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:৪০

থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ ফুটবল খেলোয়াড় শিশুকে উদ্ধার করতে চলা তৎপরতা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির পানিতে ভেসে যাওয়া কর্দমাক্ত গুহাটিতে উদ্ধার তৎপরতা চালানো থাই ডুবুরিদের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। থাইল্যান্ডের ছিয়াং রিয়া প্রদেশর গভর্নর নারোংসাক ওসাতানাকর্ন শুক্রবার মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘যদি দেখি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তাদেরকে যেভাবেই হোক বের করে আনার চেষ্টা করা হবে। আর যদি দেখা যায় গুহার যেখানে তারা আটকে আছে সেখানকার অবস্থা স্থিতিশীল তাহলে নিরাপদে উদ্ধারের জন্য তাদের আরও কিছুদিন সেখানে থাকতে দেওয়া যেতে পারে।’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, গুহার প্রায় ৩.৫ কিলোমিটার (২ মাইল) ভেতরে থাকা শিশুগুলোর কাছে তাদের বাবা–মায়ের লেখা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় সময় বিকালে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ থাইল্যান্ডের উত্তর অংশের প্রদেশ চিয়াং রাইয়ের ‘থাম লুয়াং নায় নন’ গুহায় প্রবেশ করেন। বৃষ্টির পানি জমে যাওয়ায় সেখানে আটকে পড়ে তারা। তাদের উদ্ধারে গিয়ে মৃত্যুবরণ করেছেন থাই নৌবাহিনীর একজন ডাইভার। কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের জন্য বায়ু সরবরাহের ট্যাংক স্থাপন করতে গিয়ে তিনি নিজেই অক্সিজেনের অভাবে অচেতন হয়ে পড়েছিলেন। পরে মৃত্যুবরণ করেন। শুক্রবার রাজকীয় কায়দায় শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

শিশুদের উদ্ধার করা জন্য গুহা থেকে প্রচুর পরিমাণ পানি সরিয়ে ফেলা হয়েছে। সর্বশেষ তথ্য মতে, গুহাটি থেকে ১৩ কোটি লিটার পানি অপসারণ করা হয়েছে। তারপরও তাদের বের করে আনার অনুকূল পরিস্থিতি তৈরি করা যায়নি। ওই শিশুদের গুহার ভেতরেই স্কুবা ডাইভিং সেখানোর চেষ্টা করা হয়েছে। পানির মধ্যে হাঁটতে পারলেও ডাইভিং মাস্ক পরে পানির নিচে থেকে নিঃশ্বাস নেওয়াটা এখনও শিখতে পারেনি তারা । সেটি জরুরি, কারণ গুহার ভেতরে কিছু স্থান এতটাই অপ্রশস্ত যে এক সঙ্গে একাধিক মানুষ ওইসব স্থান পার হতে পারে না। পানিপূর্ণ ওই স্থানগুলো একা একা পার হতে তাদের সাঁতার শিখতে হবে।

১১ থেকে ১৬ বছর বয়সী ওই শিশুদের সঙ্গে তাদের ২৫ বছর বয়সী ফুটবল কোচও ওই গুহায় গত দুই সপ্তাহ ধরে আটকে রয়েছেন। গুহার ভেতরে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে সেখানকার বাতাসে ২১ শতাংশ অক্সিজেন থাকার কথা সেখানে এখন গুহাটিতে অক্সিজেনের মাত্রা ১৫ শতাংশ।

শুক্রবার উদ্ধার তৎপরতা স্থগিতের তথ্য সন্নিবেশিত প্রতিবেদনে গার্ডিয়ান লিখেছে, শনিবার থেকে এলাকাটিতে প্রবল বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। এ কয়দিনে যে পরিমাণ পানি গুহা থেকে অপসারণ করা হয়েছে তা কার্যত পণ্ডশ্রম হয়ে যাবে নতুন করে বৃষ্টির পানি গুহায় ঢুকলে।

ওই শিশুদের উদ্ধারে সহায়তার হাত বাড়িয়ে দিতে চেয়েছেন প্রখ্যাত উদ্যোক্তা ইলন মাস্ক। তিনি তার খনন প্রতিষ্ঠানের কর্মীদের থাইল্যান্ডে পাঠানোর প্রস্তাব দিয়েছেন শিশুদের উদ্ধারে।

পাহাড়ের নিচে গুহার ২ মাইল অভ্যন্তরে আটকে পড়া শিশুদের উদ্ধারের দিকে দৃষ্টি নিবদ্ধ রয়েছে বিশ্ববাসীর। ফিফার পক্ষ থেকেও তাদের প্রতি সহানুভূতি জানানো হয়েছে। ফিফা ওই ফুটবল খেলোয়াড় শিশুদের বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছে। যদি তারা ততদিনে গুহা থেকে মুক্ত হতে পারে তাহলে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে রাশিয়া যাবে তারা।

থাই গুহার ২ মাইল ভেতরে থাকা শিশুদের উদ্ধারে চলা তৎপরতা স্থগিত (ভিডিও)

/এএমএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা