X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আবুবকর ফোফানাকে হত্যার অভিযোগে ফরাসি পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১২:৫৪আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৪:৩০

গুলি চালিয়ে তরুণকে হত্যার দায়ে ফ্রান্সের একজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে গত বৃহস্পতিবার ২২ বছর বয়সী আবুবকর ফোফানার হত্যার ঘটনা সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হতে হয়। আবুর হত্যাকে কেন্দ্র করে ফ্রান্সের নানতে এলাকায় দাঙ্গা সংগঠিত হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, অভিযুক্ত পুলিশ সদস্য প্রথমে গুলি চালাবার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে এক কথা বলেছেন কিন্তু এখন তার আইনজীবী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। এদিকে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সন্দেহভাজন মাদক পাচারকারী এবং দীর্ঘদিন ধরেই তার ওপর নজর রাখা হচ্ছিল। কিন্তু ওই তরুণের হত্যার প্রতিবাদে স্থানীয়রা মিছিল বের করেছে এবং ফরাসি প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন। আবুবকর ফোফানাকে হত্যার অভিযোগে ফরাসি পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

গত মঙ্গলবার ঘটা গুলি চালিয়ে হত্যার ওই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, আবুবকর ফোফানা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় পুলিশ তাকে থামায়। কিন্তু তিনি পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন। এসময় অভিযুক্ত পুলিশ সদস্য তার গলায় গুলি চালান, যাতে ফোফানার মৃত্যু ঘটে। ওই ঘটনার প্রতিবাদে নানতে এলাকায় দাঙ্গা সংগঠিত হয়। বিক্ষুব্ধ যুবকরা গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের ওপর পেট্রোল বোমা ছোঁড়ে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার ও বৃহস্পতিবার ধরে চলা ওই দাঙ্গায় একটি পাঠাগার, একটি বিপণি বিতান এবং একটি বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় ১ হাজার মানুষ বৃহস্পতিবার মিছিল বের করে এবং ‘আবু হত্যার বিচার চাই’ স্লোগান দেয়।

ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্য বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন লক্ষ্য করে। ‘তিনি প্রথমে যা বলেছিলেন তার সঙ্গে আসল ঘটনার যে মিল নেই তা তিনি স্বীকার করেছেন’ উল্লেখ করে অভিযুক্ত পুলিশ সদস্যের আইনজীবী লরেন্ট ফ্রাঙ্ক লিয়েনার্ড জানিয়েছেন, দুর্ঘটনাবশত তার মক্কেলের বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে। অভিযুক্ত পুলিশ সদস্য এখন শর্তাধীন জামিনে রয়েছেন।

বৃহস্পতিবারই ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ নানতে এলাকা পরিদর্শনে গিয়েছেন। সেখানে তিনি বিক্ষোভকারীদের দাঙ্গার সমালোচনা করেন। তবে তিনি এ কথাও বলেছেন যে আবুবকর ফোফানার হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আবুবকর ফোফানা হত্যার প্রতিবাদে ফরাসিদের মিছিল

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী