X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত তিন

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১৯:১৯আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৯:২৭

জম্মু-কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৬ বছরের এক তরণীসহ তিন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন। শনিবার দক্ষিণ কাশ্মিরে কুলগাম জেলার একটি গ্রামে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চলাকালে এ হতাহতের ঘটনা ঘটে।

কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত তিন হাওরা এলাকায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বিক্ষুব্ধ কাশ্মিরিরা। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শাকির আহমেদ খান্ডে (২২), ইরশাদ আহমদ (২০) এবং আন্দলিব জান (১৬)। গুরুতর আহতদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এ হত্যাকাণ্ডের পর অনন্তনাগ, কুলগাম, সোপিয়ান ও পুলওয়ামা জেলায় ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে। 

এদিকে শুক্রবার ‘দুখতারান ই মিল্লাত’ নেত্রী আসিয়া আন্দ্রাবিকে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ গ্রেফতার করে দিল্লিতে নিয়ে যাওয়ার প্রতিবাদে শনিবার কাশ্মিরজুড়ে সর্বাত্মক বন্ধ বা ধর্মঘট পালিত হয়েছে। হুররিয়াত কনফারন্সের প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানী, মীরওয়াইজ ওমর ফারুক এবং জে কে এল এফ প্রধান মুহাম্মদ ইয়াসীন মালিকের সমন্বিত যৌথ প্রতিরোধ নেতৃত্বের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

অন্যদিকে নিরাপত্তা বাহিনীর অভিযানে কাশ্মিরের সাধারণ মানুষের প্রাণহানির মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচারণা শুরু করেছে ক্ষমতাসীন এনডিপি-জোটের প্রধান শরিক ভারতীয় জনতা পার্টি-বিজেপি। ‘জাতীয় নিরাপত্তা’কেই প্রচারণার মূল উপজীব্য করতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এই দল। এরইমধ্যে জম্মু-কাশ্মিরের রাজ্য সরকার থেকে বের হয়ে এসে সেখানে কঠোর ‘জঙ্গিবিরোধী’ অভিযানের ঘোষণা দিয়েছে বিজেপি। বিশেষজ্ঞরা বলছেন, জঙ্গিবিরোধী অভিযানের নামে কাশ্মিরে বেসামরিক নিপীড়ন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা সত্যি হলে তা মোদির জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে। সহিংসতা আরও বাড়বে, ব্যাহত হবে শান্তি।  জোরালো হবে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার আন্দোলন।

ডিসেম্বরে নিজের জন্মস্থান গুজরাটের রাজ্যসভা নির্বাচনে জয় পেতেও যথেষ্ট বেগ পেতে হয়েছে মোদির দলকে। সেখানে খুবই অল্প ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। আসছে বছরের লোকসভা নির্বাচনকে ঘিরে তাই নিজের সমর্থন বাড়ানোই হবে তার প্রধান লক্ষ্য। বিশেষজ্ঞরা বলছেন, আইন-শৃঙ্খলায় কঠোরতা আনার মধ্য দিয়ে মোদি সমর্থন বাড়ানোর চেষ্টা করতে পারেন। রাজনীতি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান স্ট্র্যাটফোরের এক বিশ্লেষক বলছেন, ‘এখন মোদি পরবর্তী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী পদে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছে। তার আশা দলকে নিয়ে এগিয়ে যাবেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং বিদ্রোহী ও জঙ্গি গোষ্ঠী দমনই তার জন্য বড় চ্যালেঞ্জ। এই বিষয়টিই নির্বাচনে তাকে শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

স্ট্যাটফোরের বিশ্লেষণ অনুযায়ী, জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মোদি প্রধানতম টার্গেট হিসেবে নিতে পারেন জম্মু-কাশ্মিরকে। সেখানে এমনিতেই বিদ্রোহীদের বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াইয়ে ব্যস্ত দেশটির নিরাপত্তা বাহিনী। ওই পাহাড়ি এলাকায় রয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মির। এছাড়া চীনের দাবিকৃত আকসাই চিনও রয়েছে সেখানে। যুগ যুগ ধরে এই অঞ্চল ভয়াবহ সহিংসতার শিকার। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে প্রায়ই গুলি বিনিময় চলে। সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে সেখানে গড়ে উঠেছে আন্দোলন। ভারত-বিরোধী স্বাধীনতাকামীরা প্রায়শই ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর ওপর। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি