X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চার থাই শিশু চিকিৎসাধীন, এখনই যেতে পারছে না পরিবারের কাছে

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ০৯:২১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:৩০

থাইল্যান্ডের ‘থাম লুয়াং নায় নন’ গুহা থেকে গতকাল উদ্ধারকৃত ৪ শিশুকে চিয়াং রাই প্রদেশের প্রাচানুকরোহ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের সেখানে নিয়ে যাওয়ার আগেই হাসপাতালটি পরিদর্শনে গিয়েছিলেন থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জেসাদা চোকেদামরংসুক। তখন তিনি জানিয়েছিলেন, হাসপাতালে আনার পর বেশ কিছু সময় শিশুদের তাদের পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হবে না। বার্তাসসংস্থা সিএনএন জানিয়েছে, এমন সিদ্ধান্তের কারণ শিশুরা কোনও রোগে সংক্রমিত হয়েছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। ওই শিশুরা যেমন ভুগেছে অক্সিজেন স্বল্পতায়, তেমন অপুষ্টিতে। শারীরিক ক্ষতির পাশাপাশি, দীর্ঘদিন অন্ধকার প্রকোষ্ঠে আটকে থাকার কারণে মানসিক দিক দিয়েও ক্ষতি হয়ে থাকতে পারে তাদের। তবে ৯ জুলাই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, দূর থেকে শিশুদের দেখার ব্যবস্থা করে দেওয়া হবে। পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরতে না পারলেও অন্তত চোখের দেখা দেখতে পারবেন। চার থাই শিশু চিকিৎসাধীন, এখনই যেতে পারছে না পরিবারের কাছে

স্বাস্থ সচিব আগেই জানিয়েছিলেন, যেহেতু গুহার ভেতরে তারা দীর্ঘদিন ছিল, সেহেতু তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসকরা দিন দুয়েক পর্যবেক্ষণে রাখবেন। তারপর আরও ৭ দিন তাদের চিকিৎসা চলবে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম লক্ষ্য হচ্ছে এটা নিশ্চিত করা যে শিশুরা ও তাদের পরিবারের সদস্যরা যেন নিরাপদ থাকে। তারা যে গুহার ভেতরে ছিল তাতে বিষাক্ত পোকামাকড় থাকার কথা আর সেখান থেকে তারা শিশুরা রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে।’

কোচসহ ফুটবল খেলোয়াড় শিশুরা প্রায় দুই সপ্তাহ আটকে ছিল গুহার ৪ কিলোমিটার  ভেতরে। তারা গুহাতে থাকা অবস্থাতেই জানা গিয়েছিল, অক্সিজেন স্বল্পতার কথা। যেখানে স্বাভাবিকভাবে গুহার ভেতরে ২১ শতাংশ অক্সিজেন থাকার কথা বাতাসে সেখানে অক্সিজেনের পরিমাণ নেমে এসেছিল ১৫ শতাংশে। ফলে উদ্ধারকৃত শিশুদের দীর্ঘ সময় অক্সিজেন স্বল্পতায় কাটাতে হয়েছে।

 


উদ্ধার অভিযান নিয়ে বাংলা ট্রিবিউনের লাইভ কাভারেজ পড়ুন: থাই গুহায় উদ্ধার অভিযান


 

উদ্ধারকৃত শিশুরা গুহার ভেতরে ছিল গত ২৩ জুন থেকে। এ সময় তাদেরকে অপুষ্টিতে ভুগতে হয়েছে। তাছাড়া গুহা থেকে বের হওয়ার সময় তাদের পানিতে ডুবে সাঁতার দিয়ে বের হতে হয়েছে ডুবুরিদের সঙ্গে। অথচ ওই শিশুরা সাঁতারই জানেনা। আর বের হওয়ার পথে এমন অনেক স্থান ছিল যেখান দিয়ে একজনের বেশি মানুষের বের হয়ে আসা কষ্টকর।

উদ্ধার প্রক্রিয়া চলার সময় থেকেই চিকিৎসকরা তাদের স্বাস্থ্যের ওপর নজর রাখছিলেন। গুহার ভেতর সাঁতরে তাদের কাছে পৌঁছাবার জন্য অস্ট্রেলিয়া থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল চিকিৎসক রিচার্ড হ্যারিসকে। তিনি গুহার ভেতরে সাঁতরে শিশুদের কাছে পৌঁছেছিলেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য।

কানাডার সংবাদমাধ্যম সিবিসিকে চিকিৎসক পিটার লিন বলেছেন, শিশুদের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক চিকিৎসারও দরকার হতে পারে। এমন ঘটনাগুলোতে ভুক্তভোগীদের মধ্যে ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার’ দেখা দেয়।

/এএমএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়