X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জাপানে ‘ঐতিহাসিক’ বৃষ্টি ও বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ১৫:৩১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৫:৩৫

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে জাপানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশ’তে। সোমবার সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। জাপান টাইমস জানিয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন অর্ধশতাধিক।

জাপানে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন কয়েক হাজার সেনা

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই জাপানের পশ্চিমাঞ্চলে স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি বৃষ্টিপাত হয়। এতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় ২০ লাখ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক আবহাওয়া কর্মকর্তা বলেন, এমন প্রবল বৃষ্টিপাত আমরা এর আগে দেখিনি।

সোমবার সকাল থেকে উদ্ধারকর্মীরা মাটিতে চাপা পড়া বেঁচে থাকা ও নিহতের লাশ উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেছেন।

ওকিয়ামা অঞ্চলের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, পানির স্তর ধীরে ধীরে নিচে নামছে। জরুরি সেবার কর্মীরা সবচেয়ে দুর্যোগপূর্ণ এলাকায় পায়ে হাঁটতে পারবেন হয়ত।

বিবিসি জানিয়েছে, নিহতদের অধিকাংশই হিরোশিমা অঞ্চলের বাসিন্দা।

রবিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জানিয়েছিলেন, উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। এখনও অনেক মানুষ নিখোঁজ এবং অনেকের সহযোগিতা প্রয়োজন।

দেশটির আবাহওয়া এজেন্সি জানিয়েছে, শুক্র ও শনিবার সকালে শিকোকু দ্বীপের মতোয়ামা শহরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ৫৮৩ মিলিমিটার (২৩ ইঞ্চি)। সোমবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

 

 

/এএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা