X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দিল্লির বাসে মেডিক্যাল শিক্ষার্থী ধর্ষণের মামলায় ফাঁসির রায় বহাল

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০১৮, ১৫:৫৩আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৬:৪১
image

২০১৭ সালেই ভারতের সর্বোচ্চ আদালত দিল্লির চলন্ত বাসে এক মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল আসামীদের ৩ জন। সোমবার ভারতীয় আদালত সেই আবেদন খারিজ করে দিয়ে আসামীদের সর্বোচ্চ সাজা বহাল রেখেছে।
দিল্লির বাসে মেডিক্যাল শিক্ষার্থী ধর্ষণের মামলায় ফাঁসির রায় বহাল

২০১২ সালের ১৬ই ডিসেম্বর চলন্ত বাসে ধর্ষণের শিকার হন ওই মেডিক্যাল শিক্ষার্থী। মিডিয়া তাকে 'নির্ভয়া' নামে ডাকতে শুরু করে। ঘটনার ১৩ দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ-আন্দোলন-প্রতিবাদের ঝড় ওঠে। মেয়ের মৃত্যুর তিন বছর পর সমস্ত কুন্ঠা ত্যাগ করে নির্ভয়ার আসল নাম জ্যোতি সিং বলে জানান মা আশা। রাম সিং নামে এই মামলার পঞ্চম অভিযুক্ত তিহার জেলে রহস্যজনকভাবে মারা যায়। এই মামলার ষষ্ঠ অভিযুক্ত যে অপরাধের সময় নাবালক ছিল, তাকে জুভেনাইল জাস্টিস বোর্ড তিন বছরের জন্য সংশোধনাগারে পাঠায়। তবে ২০১৫-র নভেম্বরে সে ছাড়া পায়।

মামলায় হাইকোর্ট মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুর-এই চার আসামির ফাঁসির আদেশ দিয়েছিল। ২০১৭ সালের ৫ মে ওই মামলায় দেওয়া হাইকোর্টের সাজা বহাল রাখেন বিচারপতি। এদের মধ্যে মুকেশ, পবন ও বিনয় সর্বোচ্চ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সোমবার সেই আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ তাদের ফাঁসির সাজা বহাল রাখার আদেশ দেন। অপর এক দোষী অক্ষয় কুমার সিংহ মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে আবেদন জানায়নি।
গত বছরের মে মাসে এই মামলার রায় ঘোষণা করতে গিয়ে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল, 'ধর্ষণের পর নির্ভয়াকে হত্যার ঘটনায় দায়ের করা এই মামলাটি সবথেকে নজিরবিহীন ঘটনাগুলোর একটি, যেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ সাজার দণ্ড দিতে সমর্থ হয়েছি আমরা'।

/বিএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা