X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাবার বন্দুকে নিজ মাথায় গুলি, ২ বছরের শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৯:৪৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:৫৩

যুক্তরাষ্ট্রে বাবার বন্দুক দিয়ে রবিবার অসাবধানতাবশত নিজের মাথায় গুলি চালিয়েছিল এক ২ বছরের শিশু ক্রিস্টোফার উইলিয়াম জুনিয়র। সোমবার তার মৃত্যুর খবর দিয়েছে টেক্সাস পুলিশ। ঘটনার সময়ে বাড়িতেই ছিলেন ওই শিশুর বাবা ক্রিস্টোফার উইলিয়াম। তার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। বাবার সঙ্গে ক্রিস্টোফার উইলিয়াম জুনিয়র
গত কয়েক দিনে বেশ কয়েক জন মার্কিন শিশু একইভাবে অসাবধানতাবশত গুলি চালিয়ে প্রাণ হারিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটির পুলিশ বাবা-মায়েদের অস্ত্র নিরাপদে রাখার পরামর্শ দিয়েছে। রবিবারের ঘটনা সম্পর্কে তারা বলছে, ‘ঘটনাস্থলে পাওয়া ৯ মিমি হাতবন্দুকটির মালিক শিশুটির বাবা।’ পুলিশ বিভাগ জানিয়েছে, শিশুটি স্থানীয় সময় বেলা একটার দিকে নিজের মাথায় গুলি চালায়। কিভাবে সে অস্ত্রটি হাতে পেল তা তদন্ত করে দেখছে তারা।

এক সংবাদ সম্মেলনে হাউসটন পুলিশ বিভাগের স্পেশাল ভিকটিম ক্যাপ্টেন ডেভিড অ্যাঞ্জেলো বন্দুকধারী বাবা-মাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অস্ত্র নিরাপদ রাখা প্রয়োজন। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য ট্রিগার গার্ড ব্যবহার অথবা অন্য কোনভাবে হোক অস্ত্র নিরাপদ রাখা দরকার।’

টেক্সাসে নিহত শিশুটির চাচাত বোন সুজান আলভারাডো  এবিসি-১৩কে জানিয়েছেন, ওই শিশুটির ক্ষেত্রে ঘটনাটি অপ্রত্যাশিত। দুর্দান্ত এক শিশু ছিল সে। একটা পূর্ণাঙ্গ দীর্ঘ জীবন তার প্রাপ্য ছিল’।

স্থানীয় সংবাদমাধ্যম হাউসটন ক্রনিকলের তথ্য অনুযায়ী শিশুটির বাবা ক্রিস্টোফার চার্লস উইলিয়াম ২০০৯ সালে মিছিলে বন্দুক নিয়ে উন্মত্ত আচরণের জন্য একবার বিচারের মুখোমুখি হয়েছিলেন। তবে সুজান আলভারাডো তাকে সন্তান-অন্তপ্রাণ এক বাবা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘দিনের ২৪ ঘণ্টাই সন্তানের সঙ্গে থাকতেন তিনি। আশেপাশে যেসব বাবাদের দেখা যায় তাদের চেয়েও অনেক ভালো তিনি।’

সম্প্রতি একই ধরনের ঘটনায় প্রাণ হারিয়েছে আরও কয়েকজন শিশু। সবশেষ শনিবার ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো এলাকায় দুই বছরের এক শিশু নিহত হয় নিজেকে গুলি করে। ওই শিশুটির বাবা-মাকে এখনও শনাক্ত করা যায়নি।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সর্বশেষ খবর
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া