X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জার্মানি পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৮, ১৯:২৬আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:২৮
image

রাশিয়া থেকে জার্মানির প্রাকৃতিক গ্যাস আমদানি নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১১ জুলাই) ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গের সঙ্গে এক বৈঠকে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। ট্রাম্পের দাবি, জার্মানির গ্যাস আমদানির ৭০ শতাংশই আসে রাশিয়া থেকে। জার্মানি পুরোপুরি রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে দাবি করে ট্রাম্প বলেন, ‘এটা ন্যাটোর জন্য খুবই খারাপ’। ন্যাটোর অভিযানগুলো পরিচালনার জন্য জার্মানি যথেষ্ট অর্থ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের আর এক সপ্তাহেরও কম সময় বাকি। আর তার আগেই অনুষ্ঠিত হচ্ছে ব্রাসেলস সম্মেলন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এ নৈকট্য যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সে কারণে অনেকের ধারণা, পুতিনের সঙ্গে বৈঠকের চেয়ে ব্রাসেলস সম্মেলন ট্রাম্পের জন্য আরও কঠিন হবে। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে, ন্যাটো কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত অর্থ পরিশোধ করে না জার্মানি। বুধবার(১১ জুলাই) সকালে ব্রাসেলসে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এদিনও জার্মানিকে আক্রমণ করে কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘৭০ শতাংশ গ্যাস সরবরাহের মধ্য দিয়ে শেষ পর্যন্ত জার্মানির ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করবে রাশিয়া। সুতরাং আপনিই আমাকে বলুন এটা কি ঠিক? জার্মানি পুরোপুরি রাশিয়া নিয়ন্ত্রিত। কারণ, তারা তাদের ৬০ থেকে ৭০ ভাগ জ্বালানি রাশিয়া থেকে ও নতুন একটি পাইপলাইন থেকে পায় এবং আপনি আমাকে বলেন সেটা যথার্থ কিনা। কারণ, আমি তা মনে করি না এবং আমি মনে করি এটা ন্যাটোর জন্য খারাপ।’


ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের অভিযোগ, ট্রাম্প প্রতিনিয়ত টুইটের মধ্য দিয়ে ইউরোপের সমালোচনা করেন। ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রিয় আমেরিকাবাসী, মিত্রদের সম্মান করুন। কারণ, আপনাদের মিত্র খুব বেশি নেই।’ টাস্ক দাবি করেন, ইইউ প্রতিরক্ষা খাতে রাশিয়ার চেয়েও বেশি খরচ করে। ইইউ’র খরচের পরিমাণ চীনের সমান। পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠককে ইঙ্গিত করে টাস্ক বলেন, ‘আপনার কৌশলগত বন্ধু কে ও কৌশলগত সংকট কী তা সবসময়ই জানা কথা।’

আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বৈঠক করবেন ট্রাম্প ও পুতিন। বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন এ দুই রাষ্ট্রনেতা। এর আগে গত বছরের নভেম্বরে ভিয়েনায় বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন।

/এফইউ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা