X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান জার্মানির

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৮, ২০:২০আপডেট : ১১ জুলাই ২০১৮, ২৩:৫০

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তোলা অভিযোগ অস্বীকার করে বক্তব্য রেখেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। জার্মানি রাশিয়ার কাছে বন্দি, ট্রাম্পের এমন অভিযোগের প্রেক্ষিতে মার্কেল বলেছেন, জার্মানি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। ন্যাটোর অর্থায়নে জার্মানির অবদান কম, এমন অভিযোগের বিষয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রাশিয়ার প্রভাবের কথা অস্বীকার করে মার্কেল স্মরণ করিয়ে দিয়েছেন, তিনি নিজেই পূর্ব জার্মানিতে বেড়ে উঠেছেন, যা একসময় সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন ছিল। তার ভাষ্য, ‘একনায়কান্ত্রিক সরকারের সঙ্গে কীভাবে চলতে তা হয় তা তাকে শেখাতে হবে না।’ রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান জার্মানির

বুধবার ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে  ট্রাম্প মন্তব্য করেছেন, রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্ক ‘অযথার্থ’। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, ‘জার্মানি রাশিয়ার বন্দি’। কারণ জার্মানি জ্বলানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল। রুশ প্রভাব ছাড়াও জার্মানির বিরুদ্ধে ট্রাম্পের আরেকটি অভিযোগ ছিল, জার্মানি ন্যাটোর বাজেটের জন্য যথেষ্ঠ বরাদ্দ দেয় না। ট্রাম্পের ভাষ্য, ‘জার্মানি যে রাশিয়ার সঙ্গে এত বড় তেল ও গ্যাস চুক্তি করেছে তা খুবই দুঃখজনক। আমাদের রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা। অথচ জার্মানি রাশিয়াকে বছরে হাজার হাজার কোটি ডলার দিচ্ছে। আমরা জার্মানিকে রক্ষা করছি। আমারা ফ্রান্সকে সুরক্ষা দিচ্ছি। আমার আরও অন্যান্য দেশকে নিরাপত্তা দিচ্ছি। তারপরও এদের অনেকেই রাশিয়ার সঙ্গে পাইপলাইন চুক্তি করেছে। এর মাধ্যমে রাশিয়ার হাতে যাচ্ছে বিপুল পরিমাণ অর্থ। আমি মনে করি, এটা খুবই অযথার্থ।’ ন্যাটোর বরাদ্দের প্রশ্নে জার্মানির বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ, ‘জার্মানি তাদের জিডিপির মাত্র ১ শতাংশের মতো ন্যাটোর প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেয়। জার্মানির তুলনায় অনেক বড় জিডিপি হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র তার জিডিপির ৪.২ শতাংশ অর্থ দেয় ন্যাটোকে। জার্মানি যে ২০৩০ সাল নাগাদ জিডিপির ২ শতাংশ ন্যাটোতে দেওয়ার পরিকল্পনা করেছে তা যথেষ্ঠ নয়। এটা তারা আগামীকালই বাস্তবায়ন করতে পারে।’

জার্মানির ওপর রাশিয়ার প্রভাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের বিরুদ্ধে জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল মন্তব্য করেছেন, ‘জার্মানির একটি অংশ যখন সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন ছিল তখন তা দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি খুবই খুশি যে মুক্তির প্রশ্নে আমরা এক হতে পেরেছি, ফেডারেল রিপাবলিক অফ জার্মানির নামে। আমরা আমাদের স্বাধীন সিদ্ধান্ত নিতে সক্ষম।’

ন্যাটোর জন্য যথেষ্ট বরাদ্দ না দেওয়ার বিষয়ে ট্রাম্পের অভিযোগের জবাবে মার্কেল বলেছেন, ‘জার্মানি ন্যাটোর জন্য অনেক করে। ন্যাটোতে সেনা পাঠানোর দিক থেকে জার্মানি দ্বিতীয় বৃহত্তম দেশ। সেনাবাহিনীর একটি বড় অংশ ন্যাটোর জন্য নিবেদিত। এখন পর্যন্ত আফগানিস্তান প্রশ্নে আমাদের দৃঢ় সমর্থনের বিষয়টি বজায় রেখেছি আমরা। সেখানে আমরা যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে ভূমিকা রেখেছি।’

গার্ডিয়ান লিখেছে, ট্রাম্পের এই রাখঢাক না রেখে বলা কথাবার্তায় ন্যাটোর মহাসিব স্টলটেনবার্গকে বিচলিত হয়ে বসে থাকতে দেখা গেছে। ট্রাম্পের বক্তব্যের সূত্র ধরে তিনি শুধু বলেছেন, ‘এমন কি স্নায়ুযুদ্ধের সময়ও তো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালু রেখেছিল বিভিন্ন দেশ।’

ইউরোপীয় নেতাদের মধ্যে মার্কেল ট্রাম্পের সবচেয়ে স্পষ্টভাষী সমালোচকদের একজন। গত মাসে কানাডায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে তাদের মধ্যে বড় ভিন্নমত দেখা গিয়েছিল। হতাশার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছিল জি-সেভেনের ওই সম্মেলন। ন্যাটোর কর্মকর্তারা কামনা করছেন, যেন ন্যাটোর সম্মেলন একইভাবে সমাপ্ত না হয়।

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা