X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ন্যাটো সম্মেলনে নিজের বিজয় ঘোষণা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৮, ১৯:০৯আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:২০

ন্যাটো সম্মেলন শেষে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিগত বিজয়ের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় নেতৃবৃন্দের সামনে দীর্ঘ বক্তৃতায় সংকটের বিষয়টি তুলে ধরার পর তার মিত্ররা প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে রাজি হয়েছেন বলে মনে করে তিনি। ব্রাসেলসে ন্যাটোর সম্মেলন শেষে এক সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সবাইকে বলেছি যে, তারা তাদের প্রতিশ্রুতি না বাড়ালে আমি অখুশি হবো’।

ন্যাটো সম্মেলনে নিজের বিজয় ঘোষণা করলেন ট্রাম্প

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমাদের এখন অনেক ক্ষমতাবান ও শক্তিশালী ন্যাটো আছে। দুই দিন আগের চেয়েও এটা অনেক বেশি শক্তিশালী।’  ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গকে উদ্ধৃত করে ট্রাম্প বলেন, ‘স্টোলেনবার্গ আমাদেরকে মানে আমাকেই সব কৃতিত্ব দিয়েছেন। আমার মনে হয় এক্ষেত্রে পুরো কৃতিত্ব আমার। কারণ আমি বলেছি, এটা অনায্য’।

ন্যাটোর বাজেটের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘পরিমানটা রকেটের মতো দ্রুত বেড়ে গেছে। তা আরও বাড়বে’। তিনি বলেন, ‘ওই কক্ষের সবাই একমত হয়েছে আর তারা আরও অর্থ দিতে রাজি হয়েছেন। তারা আরও দ্রুত এই অর্থ দিতেও রাজি হয়েছে।’

ট্রাম্প বলেন, ‘আমি তাদের জানিয়েছি যে, আমি চরমভাবে অখুশি ছিলাম’। তবে আলোচনা সবচেয়ে ভাল অব্স্থায় শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শেষে সবাই এক হয়ে গেছেন। তবে অল্প সময়ের জন্য এটা অনেক কঠিন হয়ে পড়েছিল’।

ন্যাটো সম্মেলনের বৃহস্পতিবারের আলোচনায় সংকট সমাধানের জন্য ট্রাম্পের সঙ্গে জোরাজুরি করে অন্যান্য নেতারা। বৈঠকের কর্মকর্তারা বলেন, ট্রাম্প উপস্থিত অনেককে কষ্ট দিয়েছেন। তিনি জার্মান চ্যান্সেলর  অ্যাঙ্গেলা মের্কেলের নামে প্রথম অংশ ‘অ্যাঙ্গেলা’ নামে ডেকে কূটনৈতিক শিষ্টাচারও লঙ্ঘন করেছেন। ট্রাম্প তাকে বলেছেন, ‘অ্যাঙ্গেলা, আপনারই এই ব্যাপারে কিছু করা দরকার’। আফগানিস্তানও জর্জিয়ার মতো ন্যাটো-বহির্ভূত দেশের অনেক আমন্ত্রিত অতিথিকেও বৈঠক থেকে বের করে দেওয়া হয়।

রাশিয়ার কারণে সবচেয়ে ভয়ে থাকা লিথুনিয়ান প্রেসিডন্টকে সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে ওই নেতা বিষয়টি অস্বীকার করেন। বিষয়টি তুলে ধরা হলে ট্রাম্প জানান, তিনি চাইলে কংগ্রেসের অনুমতি ছাড়াই তা করতে পারেন। কিন্তু তার আর দরকার পড়বে না।

ট্রাম্প বলেন, ন্যাটোর বাকি ২৮ সদস্য তাদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে রাজি হয়েছে। কয়েক বছরের মধ্যে তাদের জাতীয় আয়ের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। ২০২৪ সারের মধ্যে এই লক্ষ্য পূরণের জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন ন্যাটোর নেতারা। তবে কয়েকটি দেশকে ওই লক্ষ্য পূরণে ২০৩০ সাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স।

/আরএ/
সম্পর্কিত
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?