X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

লিবীয় উপকূল থেকে উদ্ধারকৃতদের পক্ষে ইতালীয় প্রেসিডেন্টের বিরল হস্তক্ষেপ

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ২০:১৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০১:৫৮

সমুদ্র থেকে উদ্ধার করা অভিবাসনে ইচ্ছুক ব্যক্তিদের ইতালীয় বন্দরে নামার প্রশ্নে ভূমিকা রেখেছেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি ওই ব্যক্তিদের বন্দরে নামতে না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে ছিলেন। যদিও ওই জাহাজটি দেশটির যোগাযোগমন্ত্রীর অনুমতি নিয়েই বন্দরে নোঙর করেছিল। অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট বৃহস্পতিবার ফোন করেন ইতালির প্রধানমন্ত্রীকে। প্রেসিডেন্টের অনুরোধে বন্দরে উদ্ধারকারী কোস্টগার্ডের জাহাজে থাকা ব্যক্তিদের বন্দরে নামার অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ইতালির রাজনৈতিক বিষয়ে দেশটির প্রেসিডেন্টের হস্তক্ষেপ বিরল ঘটনা। কালেভাদ্রে প্রেসিডেন্ট সরকারের কাজে হস্তক্ষেপ করেন। এবার অনড় স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে বন্দরে উদ্ধারকৃতদের নামতে দেওয়ার বিষয়ে ভূমিকা রাখলেন তিনি। ইতালীয় প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা

অভিবাসী হতে ইচ্ছুক ওই ব্যক্তিদের লিবিয়া উপকূল থেকে একটি ইতালীয় পতাকাবাহী জাহাজ গত সোমবার উদ্ধার করেছিল। তারপর তাদেরকে কোস্টগার্ডের জাহাজে তুলে দেওয়া হয়। সেই জাহাজ ভেড়ে সিসিলির বন্দরে। অভিবাসীদের নিয়ে বন্দরে ঢোকা কোস্টগার্ডের জাহাজটি পরিবহনমন্ত্রী দানিলো তোনিনেল্লির অনুমতি নিয়েছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি জানিয়ে দিয়েছিলেন, ওই জাহাজে থাকা উদ্ধারকৃতদের কতিপয়ের বিরুদ্ধে অপরাধ সংগঠনের জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ জাহাজ থেকে বন্দরে নামতে পারবেন না। শুক্রবার সালভিনি মন্তব্য করেছিলেন, তদন্তে যদি ওই অভিবাসীদের বিষয়ে খারাপ কিছু পাওয়া যায়, তাহলে তাদেরকে ইতালির বন্দরে আনার পরিণাম ভুগতে হবে সংশ্লিষ্টদের।

প্রেসিডেন্ট মাতারেল্লা প্রধানমন্ত্রী গুইসেপ কন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন বৃহস্পতিবার। জাহাজে আটকে থাকা ৬৭ জন উদ্ধারকৃত বক্তিকে বন্দরে নামার অনুমতি দিতে তিনি অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রীকে। তার অনুরোধে স্বরাষ্ট্রমন্ত্রীর অনড় অবস্থান সত্ত্বেও বন্দরে নামার সুযোগ পায় জাহাজে থাকা ওই ব্যক্তিরা। প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা অভিবাসীদের বন্দরে নামার পক্ষে ভূমিকা রাখায় ক্ষুব্ধ হয়েছেন সালভিনি।

তোনিনেল্লি ফাইভ স্টার মুভমেন্ট নামের দল থেকে এসেছেন। তিনি যে জোটের অংশ হিসেবে সরকারে রয়েছেন তার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি। তিনি ডানপন্থী অভিবাসনবিরোধী দলের নেতা। স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনি র দল নির্বাচনের আগে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিল, অভিবাসীদের বিরুদ্ধে কঠিন ভূমিকা গ্রহণ করবেন তারা। নৌকা দিয়ে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে চাওয়ায় আফ্রিকার অধিবাসীরা অনেক সময়ই সাগরে দুর্ঘটনায় পড়েন। তাদের বহনকারী নৌকাগুলো মাঝ সাগরে ডুবে গেলে তাদেরকে উদ্ধার করে ইতালীয় বন্দরে পৌঁছে দেওয়া হয় প্রায়ই। এ কাজ যেমন করে অন্য দেশের স্বেচ্ছাসেবী সংগঠন তেমনি ইতালীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ। কিন্তু নতুন সরকার গঠিত হওয়ার পর থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে অভিবাসীদের উদ্ধার করে ইতালিতে নিয়ে আসার বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করেছেন।

সাগর থেকে ডুবন্ত মানুষদের উদ্ধার করার বিষয়ে তিনি বলেছেন,  মানব পাচার বন্ধ করতে হবে। আর যেসব ব্যবসা প্রতিষ্ঠান অনুমোদনহীন অভিবাসীদের দিয়ে কাজ করায় তাদেরকেও না বলে দিতে হবে। যেসব সংগঠন সমুদ্র থেকে ডুবন্ত অভিবাসীদের উদ্ধার করে নিয়ে ইতালিতে আসে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। তিনি মনে করেন, এসব সংগঠন মানব পাচারকারীদের সহযোগী।

/এএমএ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ