X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বে থাই কিশোররা

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১২:১২আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১২:১৩

থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার পর উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ হাসপাতালে দ্রুত সুস্থ হয়ে ওঠছেন। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিয়াসাকল জানিয়েছেন, বৃহস্পতিবার তারা হাসপাতাল ত্যাগ করতে পারবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বৃহস্পতিবার হাসপাতাল ছাড়বে থাই কিশোররা

মঙ্গলবার রাতে আটকে পড়াদের বাকিদের উদ্ধার করা হয় মিয়ানমারের সীমান্তবর্তী গুহা থাম লুয়াং থেকে। এর মধ্য দিয়ে টানা কয়েকদিনের উদ্ধার অভিযানের সফল সমাপ্তি ঘটে। এরপর থেকেই হাসপাতালে রয়েছেন কিশোর দলের কোচ ও ফুটবলাররা।

শনিবার সংবাদ সম্মেলনে কিশোরদের একটি ভিডিও সাংবাদিকদের দেখানো হয়। এতে দেখা যায় তারা সুস্থ আছে, বিছনায় বসে উদ্ধারকারীদের ধন্যবাদ জানাচ্ছে তারা।

১৪ বছরের নোট নামের কিশোর বলে, আমার স্বাস্থ্য এখন ভালো। আমাকে উদ্ধারের জন্য ধন্যবাদ।

থাই স্বাস্থ্যমন্ত্রী জানান, ১৩ জনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। গুহা থেকে উদ্ধারের সময় কয়েকজনের নিউমোনিয়া ছিল। চিয়াং রাই শহরের হাসপাতাল থেকে বৃহস্পতিবার তারা সবাই বাড়ি যেতে পারবে। অনেকের ওজন ৫ কেজি কমেছিল। তবে এখন তা বৃদ্ধি পাচ্ছে।

পিয়াসাকল জানান, কিশোরদের স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও তাদের প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে। থাইল্যান্ড ও বিশ্বজুড়ে যে প্রচারণা পেয়েছে তা মোকাবিলা করতে হবে কিশোরদের।

এরই মধ্যে হলিউডের দুটি প্রযোজনা সংস্থা কিশোরদের ও তাদেরকে উদ্ধারের অভিযান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চাইছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিশোর ও তাদের পরিবার যে প্রচারণা পাবে সে বিষয়ে তাদেরকে প্রস্তুত করতে হবে। কিশোরদের আমরা ঐক্যবদ্ধভাবে উদ্ধার করেছি। তখন আমরা ঐক্যবদ্ধ ছিলাম এবং কিশোররা যেনও মানসিক ও শারীরিক বিকাশেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!