X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের আগেই ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে, অভিযোগ পিপিপি’র

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ১৬:০৮আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৭:১৮

আসন্ন ২৫ জুলাইর সাধারণ নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে পাকিস্তান পিপলস পার্টি। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গ্রেফতার নিয়ে উত্তেজনার মধ্যে অভিযোগ তুলেছেন, নির্বাচন পরিচালনার গঠিত তত্ত্বাবধায়ক সরকার তার দলের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখছে না। এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। বিলাওয়াল ভুট্টো জারদারি
পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল ঘটাতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক প্রধান বিচারপতি নাসির-উল-মুলক। গত মে মাসে তাকে সরকার প্রধান হিসেবে মেনে নিতে সম্মত হয় পাকিস্তানের তখনকার সরকারি দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। এই নিয়োগকে তখন স্বাগত জানান রাজনীতিতে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ও সাবেক তারকা ক্রিকেটার ইমরান খান। তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে নির্বাচনি কারচুপির অভিযোগ আনলেন পিপিপি-প্রধান বিলাওয়াল।

শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভু্ট্টোর পুত্র বিলাওয়াল বলেন, ‘সংবাদমাধ্যম সেন্সরশিপের মুখে পড়ছে, রাজনৈতিক কর্মীদের আটক করা হচ্ছে আর এসব শুধু মানবাধিকার লঙ্ঘন নয় বরং প্রাক নির্বাচনি কারচুপি।’

পাকিস্তান পিপলস পার্টির নেতারা বলছেন, গত সপ্তাহে পাঞ্জাব প্রদেশে একটি প্রচার মিছিল আটকে দেওয়াসহ বেশ কয়েকটি একই ধরনের মিছিলে বাধা দেওয়া হয়েছে। পাকিস্তানের শামা টিভির ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, ভুট্টোর বিবৃতি পাকিস্তানি স্টাবলিশমেন্টের বিরুদ্ধে তার দলকে দাঁড় করিয়েছে। আর তাকে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) নেতা নওয়াজ শরীফের ঘনিষ্ঠ করেছে। বিগত দিনগুলোতে নওয়াজ দাবি করে আসছেন তিনি পাকিস্তানি স্টাবলিশমেন্টের ষড়যন্ত্রের শিকার।

আসন্ন সাধারণ নির্বাচনে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি।

গত বছর আদালতের রায়ে রাজনীতিতে আজীবনের নিষেধাজ্ঞা পাওয়া নওয়াজ শরীফ শুক্রবার লন্ডন থেকে দেশে ফিরে মেয়ে মরিয়মসহ গ্রেফতার হন। চলতি মাসের শুরুতে তাদের অনুপস্থিতিতেই অর্থের উৎস গোপনের একটি মামলায় কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

রবিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) বর্তমান প্রধান শাহবাজ শরীফ লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের দলীয় কর্মীরা নওয়াজের প্রতি সমর্থন দেখাতে হাতে কালো আর্মব্যান্ড পরবেন।

/জেজে/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ