X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নওয়াজের কন্যা হওয়ার কারণেই কারাগারে থাকতে হচ্ছে: মরিয়ম

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ২০:১৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:২১
image

ক্ষমতাচ্যুত পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ দাবি করেছেন, একজন সাহসী মানুষের মেয়ে হওয়ার কারণেই তাকে এখন কারাগারে থাকতে হচ্ছে। শনিবার (১৪ জুলাই) আদিয়ালা জেলে যাওয়ার আগে দেওয়া এক বিশেষ অডিও বার্তায় তিনি এ কথা বলেন। মরিয়মের দাবি, তাকে ‘নওয়াজের দুর্বলতা’য় পরিণত করার অপচেষ্টা রুখে দিয়ে তিনি বাবার শক্তিতে পরিণত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মরিয়মকে উদ্ধৃত করে এসব কথা জানিয়েছে।
মরিয়ম নওয়াজ

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরেই গ্রেফতার হন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ও তার কন্যা মরিয়ম।   শনিবার এক অডিও বার্তায় মরিয়ম বলেন,‘আপনারা সবাই জানেন মাকে (কুলসুম নওয়াজ) আশঙ্কাজনক অবস্থায় ফেলে এসেছি। তাকে দেখতে আমি আমার বাবা নওয়াজ শরিফের সঙ্গে লন্ডন গিয়েছিলাম। তাকে অচেতন অবস্থায় পেয়েছি। যখন আমরা দেশে ফিরছিলাম তখন উনি তার চোখ খোলেন এবং আমাদের দেখেন। তবে কথা বলতে পারেননি।’

মা কুলসুম নওয়াজের সুস্থতা চেয়ে দোয়া করার জন্য দেশের জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন মরিয়ম। তিনি বলেন, ‘ইশ, যদি তাকে সুস্থ অবস্থায় জড়িয়ে ধরতে পারতাম!’ মরিয়মের দাবি, কেবল নওয়াজের মেয়ে বলেই তাকে আটকে রাখা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘আমি কোনও অপরাধ করিনি। তারপরও আমাকে কারাভোগ করতে হচ্ছে। তার কারণ, আমি এক সাহসী মানুষের মেয়ে। তারা আমাকে আমার বাবার (নওয়াজ শরিফ) জন্য দুর্বলতায় পরিণত করতে চেয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে আমি তার শক্তির উৎসে পরিণত হয়েছি।’

২৫ জুলাই সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্য সমর্থকদের আহ্বান জানিয়েছেন মরিয়ম। অডিও বার্তায় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘যদি আমি কারাগারে না থাকতাম, তবে আপনাদের সঙ্গে রাস্তায় এ ঐতিহাসিক গণতান্ত্রিক লড়াইয়ে যোগ দিতাম। কারাগারে থাকার পরও আমি এখনও আমার জনগণের সঙ্গেই আছি।’ মরিয়ম বলেন, তিনি একটি একক নির্বাচনি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু এখন তিনি ২৭২ আসনের সবগুলোর জন্য লড়ছেন। নওয়াজ কন্যা বলেন, ‘আমার বোন ও কন্যারা, সরব হয়ে ওঠার, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার ও ভোটের শুদ্ধতা রক্ষার এখনই সময়। আপনাদের নেতা নওয়াজ শরিফ ও আপনাদের মেয়েকে সমর্থন করুন। পিএমএল-এন এর জয়লাভের মানে হলো গণতন্ত্র ও পাকিস্তানের জয়।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে লন্ডনে পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার। এ নিয়ে নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। আদালতের রায়ে বলা হয়েছে, ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। আদালত পিতা-কন্যার পাশাপাশি মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেয়। কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। 

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়