X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুতিনের সঙ্গে বৈঠক প্রশ্নে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ২০:২৮আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:৩১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের সঙ্গে বৈঠক প্রশ্নে ডেমোক্র্যাট-রিপাবলিকান উভয় শিবিরের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের শীর্ষ রাজনীতিবিদরা ওই বৈঠকে তাকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। তবে ট্রাম্প মন্তব্য করেছেন, বৈঠকে বসা ভালো বিষয়। আলোচনা ভালো বিষয়। পুতিনের সঙ্গে বৈঠকে বসলে অল্প কিছু হলেও ভালোর দেখা পাওয়া যেতে পারে! সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে সোমবার ওই  বৈঠক হওয়ার কথা রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠক প্রশ্নে ঘরে-বাইরে চাপের মুখে ট্রাম্প
২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রচারাভিযানে হ্যাকিংয়ের অভিযোগে ১২ রুশ নাগরিককে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আইন প্রতিমন্ত্রী রড রোজেন্সটেইন দায়ী করেছেন। এরা হিলারি ক্লিনটনের প্রচারণা-প্রধানের কম্পিউটারে কিবোর্ডের কোন বোতাম চাপ দেওয়া হচ্ছে তার হিসেব রাখা সফ্টওয়্যার গোপনে ইন্সটল করে রেখেছিল। সেখান থেকে তারা হিলারি ক্লিনটনের ইমেইল ঠিকানা হ্যাক করার পথ পেয়ে যায়। রোজেন্সটেইন অভিযুক্ত রুশ হ্যাকারদের কথা জানানোর পর পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে যোগ না দিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের চেয়ারম্যান টম পেরেজের ভাষ্য, ‘পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।’
ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও ট্রাম্পকে ওই বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। সিনেটর ম্যাককেইন মন্তব্য করেছেন, ট্রাম্প যদি পুতিনকে দায়ী করার বিষয়ে প্রস্তুতি নিয়ে না থাকেন তাহলে তার উচিত হবে না ওই বৈঠকে যোগ দেওয়া।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি বৈঠকে বসাটা ভালো। আমি আলোচনায় বিশ্বাস করি। আমি মনে করি, চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে বৈঠকে বসাটা ভালো হয়েছে। আমি মনে করি, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দেওয়াটাও ভালো ঘটনা ছিল। আমি বিশ্বাস করি, এটা সত্যি একটা ভালো বিষয়। (রাশিয়ার সঙ্গে বৈঠকে) খারাপ কিছু হবে না। হয়তো সামান্য ভালো কিছু বেরিয়ে আসবে। আমি আপনাদের এখনই বলতে পারছি না ঠিক কি হবে। তবে আমি কি চাইব সে সম্পর্কে আমি আপনাদের বলতে পারি। দেখা যাক কি পাওয়া যায়।’তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত রুশ হ্যাকারদের বিষয়ে তিনি পুতিনের কাছে জানতে চাইবেন। তবে যুক্তরাষ্ট্রের হাতে তাদের তুলে দেওয়ার দাবি করবেন কি না সে বিষয়ে মনস্থির করেননি। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোনও বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!