X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নিখোঁজ মার্কিন সেনাদের দেহাবশেষ সন্ধানের প্রশ্নে যুক্তরাষ্ট্র-উ. কোরিয়া বৈঠক

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৬:২৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৬:৩১

কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মধ্যে নিখোঁজদের দেহাবশেষ খুঁজে বের করা ও ফেরত দেওয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে রবিবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দুই দেশের কর্মকর্তাদের মধ্যকার বৈঠকের খবর নিশ্চিত করে জানান, এটি নিয়ে সোমবার আবারও বৈঠকে বসবে দুই পক্ষ।

নিখোঁজ মার্কিন সেনাদের দেহাবশেষ সন্ধানের প্রশ্নে যুক্তরাষ্ট্র-উ. কোরিয়া বৈঠক

কোরীয় যুদ্ধের পর থেকে প্রায় ৭,৭০০ মার্কিন সেনার হদিস মেলেনি। এর মধ্যে প্রায় ৫,৩০০ সেনা উত্তর কোরিয়ায় নিখোঁজ হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার সামরিক বাহিনী ৩৩ টি অভিযান পরিচালনার মধ্য দিয়ে ২২৯টি দেহাবশেষ উদ্ধার করে। পরবর্তীতে ওয়াশিংটন আনুষ্ঠানিকভাবে এ অভিযান বাতিল করেছিল। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তাদের তল্লাশিকারীদের জীবনের সুরক্ষা নিশ্চিত করা হয়নি। যদিও ২০০৬ সালে উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষাকে অভিযান বন্ধের বড় কারণ বলে মনে করা হয়। সর্বশেষ ২০০৭ সালে দেহাবশেষ হস্তান্তর করেছিল উত্তর কোরিয়া। সেসময় জাতিসংঘের সাবেক দূত ও নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন ছয়টি দেহাবশেষের হস্তান্তর নিশ্চিত করেছিলেন। এরপর ট্রাম্প-কিম বৈঠকের এক সপ্তাহের মাথায় গত ২০ জুন আরও ২০০ মার্কিন সেনার দেহাবশেষ ফেরত দেয় উত্তর কোরীয় কর্তৃপক্ষ।

গত ৯ বছরের মধ্যে রবিবারই প্রথম মার্কিন ও উত্তর কোরীয় সেনা কর্মকর্তারা কোনও বৈঠকে বসেন। এক বিবৃতিতে মাইক পম্পেও বলেন, আন্তঃকোরীয় সীমান্তে আয়োজিত বৈঠকে দুই পক্ষই যুদ্ধে নিখোঁজ মার্কিন সেনাদের খুঁজে বের করতে যৌথ জরিপ কার্যক্রম শুরু করতে রাজি হয়েছেন। তিনি আরও বলেন, আজকের সংলাপ কাযকর ও সহযোগিতামূলক ছিল। আর এটা থেকে দুই পক্ষ দৃঢ় অঙ্গীকার করেছে। গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যকার ঐতিহাসিক বৈঠকে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির আওতায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। পম্পেও বলেন, ইতোমধ্যে খুঁজে পাওয়া সৈনিকসহ নিখোঁজদের প্রত্যাবাসনের জন্য পরবর্তী ধাপগুলো সমন্বয় করার জন্য কর্ম পর্যায়ে বৈঠক শুরু হবে সোমবার।

পেন্টাগন জানিয়েছে, উত্তর কোরীয় কর্মকর্তারা এর আগে ইঙ্গিত দিয়েছেন যেম তাদের কাছে প্রায় ২০০  মার্কিন সেনার লাশের সন্ধান রয়েছে। কিন্তু এই ঘটনার সঙ্গে পরিচিত মার্কিন সামরিক কর্মকর্তারা গত মাসে বলেছেন, উত্তর কোরিয়া তাদের কাছে কিন্তু হস্তান্তর করবে তা ঠিক পরিষ্কার নয়।

এই মাসে পিয়ংইয়ং সফরের পর পম্পেও এই সংলাপের বিষয়টি প্রকাশ করেন। দুই পক্ষের মধ্যে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে নিখোঁজ মার্কিনীদের লাশ হস্তান্তর একটি প্রধান বিষয়। তবে উত্তর কোরিয়া  অভিযোগ করেছে, পম্পেও পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক বিভিন্ন গুন্ডামিপূর্ণ দাবি করেছেন। 

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় কর্মকর্তারা জানান, পম্পেও প্রাথমিকভাবে বলেছিলেন নিখোঁজ মার্কিনীদের বিষয়ে বৃহস্পতিবার আলোচনা করা হবে। কিন্তু ওই দিন সীমান্তে কোনও উত্তর কোরীয় প্রতিনিধিকে দেখা যায়নি।  পরে উত্তর কোরিয়ার পক্ষ থেকে রবিবার বৈঠকের জন্য প্রস্তাব করা হয়।

 ১৯৫০ সালের ২৫ জুন থেকে ১৯৫৩ সালের ২৭ জুলাই যুদ্ধ শেষ হওয়ার আগে কোরীয় যুদ্ধে উভয় পক্ষের প্রায় ১২ লাখ সেনা নিহত হন। একই সময়ে নিহত প্রায় ১৬ লাখ বেসামরিক মানুষ। উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের নির্মম বোমা হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের হামলায় পুরো উত্তর কোরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়। কোরীয় যুদ্ধে ৩৬ হাজারেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। নিখোঁজরাও নিহতের তালিকায় অন্তর্ভুক্ত।

/আরএ/বিএ/
সম্পর্কিত
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ