X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

স্ত্রী কুলসুমের জন্য দোয়া চাইলেন নওয়াজ

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৬:৩২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৭:৪৮

গ্রেফতারের আগে ধারণকৃত এক অডিও বার্তায় তার অসুস্থ স্ত্রী কুলসুম নওয়াজের সুস্থতায় সবার কাছে দোয়া চেয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ। তিনি দাবি করেছেন, পুরো পাকিস্তানই একটি কারাগারে রূপান্তরিত হয়েছে। ভোটারদের উদ্দেশে ধারণকৃত ওই অডিও বার্তায় তার দল মুসলিম লীগকে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন নওয়াজ।

স্ত্রী কুলসুম নওয়াজের পাশে নওয়াজ শারিফ

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরেই গ্রেফতার হন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ও তার কন্যা মরিয়ম। 

গ্রেফতারের আগে ধারণ করা এক অডিও বার্তায় নওয়াজ বলেন, জেলে আসার আগে তিনি তার স্ত্রী কুলসুম নওয়াজকে খুব গুরুতর অবস্থায় ফেলে এসেছেন। নওয়াজ বলেন, ‘যত সময় আমি জেলে আছি, আমি সবার কাছে অনুরোধ করবো আমার স্ত্রীর জন্য দোয়া করবেন’। 

অডিও বার্তায় নওয়াজ শরিফ আরও বলেন, পুরো দেশই এখন একটি বড় জেলখানায় পরিণত হয়েছে। আমরা এই শৃঙ্খল ভেঙে ফেলবো আর নিজেদের এই জেল থেকে মুক্ত করবো। কায়েদ-এ-আজমের পাকিস্তান দীর্ঘদিন ধরে নাটকের দেশ হয়ে আছে জানিয়ে পিএলএম-এন নেতা বলেন, ‘গত ৭০ বছর ধরে চলা এই নোংরা খেলার হাত থেকে আমাদের বাঁচতে হবে।’ নওয়াজ আরও বলেন, এই কারণে আমি ‘জনরায়ের প্রতি শ্রদ্ধাবোধ জারি রাখুন’ কথাটিকে স্লোগান হিসেবে নিয়েছি। তাই আপনারাও এই পতাকা তুলে ধরুন আর আগামী ২৫ জুলাইয়ের নির্বাচনে বিশাল বিজয় উদযাপনের জন্য প্রস্তুত হন। অডিও বার্তায় নওয়াজ শরিফ আসন্ন নির্বাচনে পিএমএল-এন’র বড় জয় নিশ্চিত করতে কাজ করার জন্য কর্মীদের উৎসাহিত করেন।

বার্তার শেষদিকে এসে নওয়াজ বলেন, ‘আমার এই বার্তা দেশের আনাচে কানাচে পৌঁছে দিন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের এমনভাবে প্রতিহত করুন, যাতে তারা আর কোনও দিন আমাদের সামনে দাঁড়াতে সাহস না করে। আপনাদের জন্য অপেক্ষমাণ একটি বিশাল জয়ের জন্য একসাথে আন্দোলন গড়ে তুলুন।’

/আরএ/বিএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল