X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প-পুতিন বৈঠক চলছে

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৭:২০আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৮:৫৬

নানা জল্পনা-কল্পনা, সমালোচনা আর বিরোধিতার মুখেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বৈঠকটি শুরু হয়েছে নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। পুতিন হেলসিংকিতে পৌঁছান নির্ধারিত সময়ের বেশ খানিকটা পরে। তবে বৈঠকস্থলে ট্রাম্পের আগেই পৌঁছে যান তিনি। স্থানীয় সময় দুপুর ১টায় বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুর হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে। হেলসিংকির প্রেসিডেনশিয়াল প্যালেসে দুই নেতার আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে।

ফিনল্যান্ডের হেলসিংকিতে ট্রাম্প ও পুতিন

পুতিনের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার বিষয়ে ঘরে-বাইরে দুই দিক থেকেই চাপের মুখে ছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত চালাচ্ছেন বিশেষ তদন্ত কর্মকর্তা রবার্ট মুলার। অন্যদিকে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের আইন প্রতিমন্ত্রী রড রোজেন্সটেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় ১২ রুশ নাগরিককে চিহ্নিত করা হয়েছে। পুতিনের সঙ্গে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে যোগ না দিতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাটদের চেয়ারম্যান টম পেরেজের ভাষ্য, ‘পুতিন যুক্তরাষ্ট্রের বন্ধু নয়।’ ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকানরাও ট্রাম্পকে ওই বৈঠকে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সিনেটর ম্যাককেইন মন্তব্য লড়েছিলেন, ট্রাম্প যদি পুতিনকে দায়ী করার বিষয়ে প্রস্তুতি নিয়ে না থাকেন, তাহলে তার উচিত হবে না ওই বৈঠকে যোগ দেওয়া।

দ্য গার্ডিয়ানের খবর থেকে জানা গেছে, ট্রাম্প-পুতিন বৈঠকে বসার আগে ৩ সেকেন্ড সময় পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন। ট্রাম্প পুতিনকে জানিয়েছেন, চীন, সামরিকতা, ক্ষেপণাস্ত্র আর বাণিজ্য নিয়ে আলোচনায় আগ্রহী তিনি। তবে  দুই দেশের মধ্যে সম্পর্কজনিত দ্বন্দ্ব যেসব প্রশ্নে, সেই মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ, ইউক্রেন প্রশ্ন, ইউক্রেন, সিরিয়া, ন্যাটো কিংবা বিষপ্রয়োগে কূটনীতিক হত্যার মতো  বিষয়গুলোর কথা তোলেননি ট্রাম্প।
নানা পক্ষের বিরোধিতা সত্ত্বেও ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে অংশগ্রহণের বিষয়ে তার সিদ্ধান্তে অটল। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি বৈঠকে বসাটা ভালো। আমি আলোচনায় বিশ্বাস করি। আমি মনে করি, চেয়ারম্যান কিম জং উনের সঙ্গে বৈঠকে বসাটা ভালো হয়েছে। আমি মনে করি, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে যোগ দেওয়াটাও ভালো ঘটনা ছিল। আমি বিশ্বাস করি, এটা সত্যি একটা ভালো বিষয়। (রাশিয়ার সঙ্গে বৈঠকে) খারাপ কিছু হবে না। হয়তো সামান্য ভালো কিছু বেরিয়ে আসবে। তিনি আরও জানিয়েছেন, অভিযুক্ত রুশ হ্যাকারদের বিষয়ে তিনি পুতিনের কাছে জানতে চাইবেন। তবে যুক্তরাষ্ট্রের হাতে তাদের তুলে দেওয়ার দাবি করবেন কি না সে বিষয়ে মনস্থির করেননি।

বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের বোকামি ও নির্বুদ্ধিতার কারণে বর্তমানে রুশ মার্কিন সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। ট্রাম্পের ওই মন্তব্যের পর ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক টুইটারবার্তায় ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করে লেখা হয়েছে, ‘আমরা একমত।’ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ট্রাম্প পুতিন সম্মেলনে নির্ধারিত কোনও বিশেষ ইস্যু নেই। মূলত দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্যই চেষ্টা করবেন দুই দেশের দুই নেতা।

/এএমএ/বিএ/
সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা