X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ সাফল্যের পরও বাড়েনি পুতিনের জনপ্রিয়তা

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৯:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৪০

ফ্রান্স বিশ্বকাপ জিতলেও আয়োজক হিসেবে রাশিয়াও সফল। লাখ লাখ পর্যটক নির্বিঘ্নে বিশ্বকাপ উপভোগ করে ফিরে যাচ্ছেন নিজ নিজ দেশে। তাই ফাইনাল খেলা শেষে ফ্রান্স খেলোয়ার-সমর্থকদের পাশাপাশি ক্যামেরা খুঁজছিলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও। সেখানে বেশ হাস্যোজ্বল ছবিই ধরা পড়েছে তার। কিন্তু সাম্প্রতিক এক জরিপ বলছে, জনপ্রিয়তা কমছে পুতিনের। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিশ্বকাপ ছুঁয়ে দেখছেন পুতিন

গত ১৪ জুন রাশিয়ায় শুরু হয় বিশ্বফুটবলের সর্বোচ্চ আসর। একমাসব্যাপী এই টুর্নামেন্টে ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর আয়োজনের সাফল্য পেয়েছে রাশিয়া। গত ৩১ দিনে বিশ্বকাপকে কেন্দ্র করে কোনরকম বিচ্ছিন্ন বা নেতিবাচক ঘটনা ঘটেনি দেশটিতে।

তবে বিশ্বকাপ আয়োজনে এমন সাফল্যের পরও প্রেসিডেন্ট পুতিনের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত এক জরিপে দেখা যায় মার্চে নির্বাচনের পর পুতিনের জনপ্রিয়তা ৭৭ শতাংশ থেকে নেমে ৬৩ শতাংশ হয়ে গেছে। এর পেছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে অবসরের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্তকে।

গত ২০ বছর ধরে রাশিয়ায় ক্ষমতায় রয়েছেন ভ্লাদিমির পুতিন। অনেকদিন ধরে পুতিন-রাশিয়াকে যেন একই মনে করা হয়। বিশ্বকাপের সাফল্যে বিষয়টি আরও পাকাপোক্ত হওয়ার কথা ছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন,  এটা দুর্দান্ত ও দারুণ বিশ্বকাপ ছিল। শুরু থেকে আমরা দারুণ আবেগঘন মুহূর্ত কাটিয়েছি।’

তবে দেশটির রাজনীতি বিশ্লেষক আন্দ্রেই কোলেসনিকোভ বলেছেন, ‘টুর্নামেন্টের একটা উদ্দেশ্য ছিল, পুতিন-রাশিয়া নামকে আরও সমার্থক করে তোলা। কিন্তু আদতে সেটা বিপরীতমুখী হয়েছে।’

গত মার্চে পুতিন আরও ছয় বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। সেসময় ৭৭ শতাংশ ভোট তার পক্ষে ছিল। কিন্তু অনেকেরই মত ছিল, বিকল্প কেউ ছিল না বলেই পুতিনকে পছন্দ ছিল সবার।  

বিশ্বকাপের উদ্বোধনীতে ছিলেন পুতিন। কিন্তু স্পেনের বিরুদ্ধে রাশিয়ার জয়েরি দিন ছিলেন না। ছিলেন না ক্রোয়েশিয়ার সঙ্গে হারার দিনও। সেদিন মাঠে থেকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ। টুর্নামেন্টের প্রথমদিনই অবসরে যাওয়ার বয়সসীমার বাড়ানোর ঘোষণা দেন তিনি। পরিসংখ্যান বলছে এতে করে তার জনপ্রিয়তা কমেছে।  

রাশিয়ার বেশ কয়েকটি শহরে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পার্লামেন্টের বিরোধীদলসহ অনেক বড় রাজনৈতিক জোট এতে অংশ নেয়। তবে যেসব শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে সেখানে আন্দোলন করেননি বিক্ষোভকারীরা।

সিদ্ধান্ত অনুযায়ী নারীদের বয়সসীমা ৫৫ থেকে ৬৩ বছরে উন্নীত করা হয়েছে আর পুরুষদের ক্ষেত্রে ৬০ থেকে ৬৫ বছর করা হয়েছে। অর্থনীতিবিদরা মনে করেন স্ট্যালিনযুগে নেওয়া সিদ্ধান্ত থেকে সরে আসার দরকার ছিলো পুতিনের। কিন্তু এই সিদ্ধান্ত পুতিনের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

২০১৪ সালের মার্চে ক্রিমিয়া দখলের পর এবারই প্রথম পুতিনের জনপ্রিয়তা এত কমে গেল। কোলেসনিকোভ আরেকটি জরিপের কথা উল্লেখ করে বলেন,  রুশ জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল সবঠিক চলছে কি না। মাত্র ৪৬ শতাংশ মানুষ এতে সায় দিয়েছিলো। এটাও ক্রিমিয়া ইস্যুর পর সবচেয়ে কম।

/এমএইচ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!