X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

নিজের শেষকৃত্যের অনুষ্ঠান যেভাবে চেয়েছিল ৫ বছরের মার্কিন শিশু

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ১৯:৩৯আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৫০
image

বিরল এক ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৬ জুলাই মারা যায় ৫ বছর বয়সী মার্কিন শিশু গ্যারেট ম্যাথিয়াস। আইওয়ার বাসিন্দা ছিল সে। গত শনিবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হয় তার স্মরণ অনুষ্ঠান। তার আগেরদিন শুক্রবার (১৩ জুলাই) গ্যারেটের মা-বাবা এমিলি ও রায়ান ম্যাথিয়াস তার মৃত্যু বিবরণী পড়ে শোনান। মৃত্যুর আগে শেষ দিনগুলোতে তার বলে যাওয়া কথা আর ইচ্ছেগুলো দিয়েই তৈরি করা হয় ওই বিবরণী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে এ শোক বিবরণীটি বিশেষ মনযোগ আর্কষণ করেছে। ওই শিশু চায়নি তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি দুঃখে আচ্ছন্ন থাকুক। চেয়েছিল তার অনুষ্ঠানে থাকুক পছন্দের খেলনা আর আতশবাজির ঝলকানি। আর তার ইচ্ছে অনুযায়ীই অনুষ্ঠান সাজিয়েছিলেন মা-বাবা।

গ্যারেট ম্যাথিয়াস
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, গত মাসে চিকিৎসকরা গ্যারেটের ক্যান্সারকে দূরারোগ্য বলে জানান। এর পর সন্তানকে অন্ত্যেষ্টিক্রিয়া ও সমাহিতকরণের মতো প্রাপ্তবয়স্ক কিছু বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন এমিলি ও রায়ান ম্যাথিয়াস। তার দেওয়া উত্তরগুলোকেই টুকে রাখা হয়। সেগুলোই পড়ে শোনানো হয় শুক্রবারের (১৩ জুলাই) শোক বিবরণীতে।

ওই বিবরণীতে গ্যারেটের পছন্দ- অপছন্দের কাজগুলো উল্লেখ করা হয়। বলা হয়, তার ভালো লাগার বিষয়গুলো হলো: বোনের সঙ্গে খেলা করা, ব্লু বানি ও থ্র্যাশ মেটাল মিউজিক। আর অপছন্দ: ‘প্যান্ট, মলিন নীরস ক্যানসার’ ও ‘বানরের নাক যা থেকে পঁচা চেরির মতো গন্ধ বের হয়’।  

মৃত্যু সম্পর্কে জানতে চাওয়া হলে গ্যারেট বলেছিল, সে ‘গরিলা হতে যাচ্ছে এবং তখন বাবার গায়ে মল ছুড়ে দেবে!’

সমাহিত হতে চায় নাকি দাহ চায় সে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে গ্যারেট জানিয়েছিল ‘আমি দাহ চাই (যেমন করে থরের মাকে মারা যাওয়ার পর পোড়ানো হয়েছিল) এবং আমি চাই আমার ছাই দিয়ে গাছ জন্মানো হোক যেন গরিলা হওয়ার পর সে গাছে আমি থাকতে পারি।’ কেমন অন্ত্যেষ্টিক্রিয়া চায়,

‘অন্ত্যেষ্টিক্রিয়া দুঃখজনক। আমি পাঁচটি বাউন্সি হাউস (কারণ আমার বয়স পাঁচ), ব্যাটম্যান ও স্নো কোন চাই।’

গ্যারেটের শেষ বার্তাটি দিয়ে বিবরণীটি শেষ করা হয়। সর্বশেষ গ্যারেট বলেছিল: ‘সি ইয়া লেটার, সাকাস!-দ্য গ্রেট গ্যারেট আন্ডারপ্যান্টস’।

শনিবার (১৪ জুলাই) গ্যারেটের স্মরণ অনুষ্ঠানটি সাজানো হয় তার শেষ ইচ্ছা অনুযায়ী। সেখানে ছিল পাঁচটি বাউন্সি হাউস, স্নো কোন, কার্নিভাল গেম ও আতশবাজি। বিশেষ উদ্ভাবনী ব্যবস্থার মাধ্যমে তার ছাই দিয়ে গাছ জন্মানোর কথাও মাথায় রেখেছেন তারা। সূত্র: দ্য গার্ডিয়ান

/এফইউ/
সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
চুক্তিতে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা স্টয়নিসের
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার
প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
উপজেলা নির্বাচনপ্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা