X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

লিবীয় উপকূল থেকে ১০ বাংলাদেশি উদ্ধার

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ২১:২২আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২১:২৪

লিবিয়ার উপকূলে একটি লরি কন্টেইনার থেকে ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। তাদের সবাইকেই হিমশীতল কন্টেইনারে করে ইউরোপে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। সোমবার মোট ৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়, তাদের মধ্যে ১০ জনই বাংলাদেশি ছিলেন।

ছবি: সংগৃহীত লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ মিশনের কাউন্সিলর এম মোজাম্মেল হক হক বাংলা ট্রিবিউনকে বলেন, মোট ১০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।  কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। আরও  ৫-৬ জন এখনও চিকিৎসাধীন। তবে কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

মোজাম্মেল বলেন, ‘আমরা তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাদের শিগগিরই ত্রিপোলিতে নিয়ে আসা হবে।’ তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমরা ত্রিপোলি ত্যাগ করতে পারি না। বিকল্প পদ্ধতিতে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

দুর্বল কেন্দ্রীয় সরকার আর ইতালির সঙ্গে সীমান্ত থাকার সুযোগে বিপদজনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউইউরোপে প্রবেশ করতে এই উপকূল ব্যবহার করতে পছন্দ করে শরণার্থী ও অবৈধি অভিবাসন প্রার্থীরা। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী পৌঁছেছে। এই পথ ব্যবহার করতে গিয়ে চলতি বছরের জুনের প্রথম দিকে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবে নিহত হয় প্রায় ১১২ শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী। ফেব্রুয়ারিতে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবে প্রায় ৯০ জন নিহত হয়।

সোমবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওই কন্টেনারে শ্বাসরোধ হয়ে আটজন নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৯০ জন অভিবাসীকে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। উদ্ধারকৃত অভিবাসীদের মধ্যে আফ্রিকা ও আরব দেশের নাগরিকের সংখ্যাই বেশি। তবে পাকিস্তান ও বাংলাদেশিও রয়েছেন তাদের মধ্যে।

এসএসজেড/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা