X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন গণতন্ত্র সনদ চান বিলাওয়াল ভুট্টো

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০১৮, ১৪:৩০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৪:৪৬
image

পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন একটি গণতন্ত্র সনদ স্বাক্ষরের ওপর জোর দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র সভাপতি বিলাওয়াল ভুট্টো। তিনি মনে করেন, দেশের নাগরিকদের মৌলিক ও সাংবিধানিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে লক্ষ্যে পাকিস্তানের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলের ওই সনদে স্বাক্ষর করা জরুরি। মঙ্গলবার (১৭ জুলাই) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিলওয়াল।

বিলওয়াল ভুট্টো
২০০৬ সালের মে মাসে লন্ডনে সাবেক দুই পাকিস্তানি প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও নওয়াজ শরিফ ৩৬ দফাবিশিষ্ট একটি গণতন্ত্র সনদে স্বাক্ষর করেন। সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ ক্ষমতায় থাকাকালীন নির্বাসিত এ দুই নেতা সনদটিতে স্বাক্ষর করেছিলেন। ওই সনদে দুই পক্ষ স্বীকার করেছিল, অতীতে এস্টাবলিশমেন্টের সহায়তা নিয়ে একে অপরকে হটিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা ভুল করেছিলো। ভবিষ্যতে একে অপরের ম্যান্ডেটকে শ্রদ্ধা প্রদর্শনেরও অঙ্গীকার করেছিল দুই পক্ষ। পাশাপাশি, বেশ কয়েকটি ক্ষেত্রে সাংবিধানিক সংশোধনী আনা এবং সেনাবাহিনী, বিচার বিভাগ ও ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে একমত হয়েছিলেন তারা। বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের পর ২০০৮ সালে পিপিপি সরকার গঠন করে এবং এর পরপরই দুই দল গণতন্ত্রের সনদ লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করতে থাকে। তারা এনএবি-কে বিলুপ্ত করার ব্যাপারে সম্মত হয়েছিল, কিন্তু নিজেদের মেয়াদকালে তা করতে ব্যর্থ হয়েছে।

বেনজির পুত্র বিলাওয়াল মনে করেন, ওই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে তার দল কোনও ইতিবাচক অভিজ্ঞতা লাভ করতে পারেনি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অপর পক্ষ থেকে আমরা এ ব্যাপারে সদাচার পাইনি। নওয়াজ ও শাহবাজ শরিফ-দুইজনের সঙ্গেই আমাদের অভিজ্ঞতা ইতিবাচক ছিল না।’

বিলওয়াল আরও বলেন, ‘গণতন্ত্র সনদের নীতিমালা, ১৮ তম সংশোধনী ও গণতন্ত্র নিয়ে সব দলের মতৈক্য থাকা দরকার। মৌলিক সাংবিধানিক অধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক অ্যাসোসিয়েশনের স্বাধীনতা ও মুক্ত মত নিয়ে আপস না করার ব্যাপারে সবাইকে সম্মত হতে হবে।’

আসন্ন নির্বাচন প্রশ্নে বিলাওয়াল দাবি করেন, তার দল দেশজুড়ে ব্যাপক সাড়া পাচ্ছে। তিনি বলেন, ‘দেশকে বর্তমান সংকট থেকে মুক্ত করাটাই আমার রাজনৈতিক লক্ষ্য। অতীতেও ক্ষমতায় আসার পর পিপিপি দেশকে সংকট থেকে বের করে এনেছে।’

নির্বাচনে পিপিপি জিতলে কাকে প্রদানমন্ত্রী করা হবে-এমন প্রশ্নের জবাবে বিলওয়াল বলেন, সেটা নির্বাচনের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

 

/এফইউ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা