X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পক্ষপাতিত্বের বিতর্কে পাকিস্তানের ডন পত্রিকা

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ১৬:১১আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৭:৩৫

পাকিস্তানের সাধারণ নির্বাচনের এক সপ্তাহ আগে দেশটির প্রধান ইংরেজি দৈনিক ডন-এর প্রধানের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র একটি সাক্ষাৎকার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে ডন গ্রুপের প্রধান নির্বাহী হামিদ হারুন অভিযোগ করেছেন, দেশটির সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে। সেনাবাহিনী সাবেক ক্রিকেটার ইমরান খান ও তার দল পিটিআইকে সাহায্য করছে।

ডন গ্রুপের প্রধান হামিদ হারুন

 

সোমবার প্রচারিত হওয়া ওই সাক্ষাৎকারে হামিদ হারুন অভিযোগ করেন, দেশটির শক্তিশালী সেনাবাহিনী সংবাদমাধ্যমের জন্য একটা ‘নজিরবিহীন আক্রমণ’।

১৯৪৭ সালের পর থেকেই দেশটির রাজনীতিতে নিয়মিত হস্তক্ষেপ করেছে সেনাবাহিনী। দেশটিতে সামরিক এবং বেসামরিক সরকারের কাছে বারবার ক্ষমতার পালাবদল ঘটেছে। তবে সেনাবাহিনী আগামী নির্বাচনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

হামিদ হারুন বলেন, ‘আমি মনে করি এই পর্যায়ে মনে হচ্ছে দ্বিতীয় সারির নেতার সঙ্গে যুক্ত হয়ে জোট সরকার গঠনের প্রচেষ্টা হচ্ছে, যেটা 'ডিপ স্টেট'-এর পরিচালনায় চলবে।’

হামিদ হারুন অল পাকিস্তান নিউজপেপারস সোসাইটিরও সভাপতি। বিবিসির 'হার্ড-টক' অনুষ্ঠানে দেওয়া এই সাক্ষাৎকার নিয়ে পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে। ডন পত্রিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হামিদ হারুন ও ডন পত্রিকা দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সমর্থনে পক্ষপাতিত্ব করছে এবং ইমরান খানের বিপক্ষে অবস্থান নিয়েছে।

পাকিস্তানে ২৫ শে জুলাই সাধারণ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে যেসব পত্রিকা সেন্সরশিপ ও হুমকির মধ্যে রয়েছে, ডন পত্রিকার সেগুলোর মধ্যে একটি।

এদিকে এই সাক্ষাৎকার নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। টুইটারে ইমরান খান বলেছেন, পিটিআই’র বিরুদ্ধে ডন পত্রিকা ভয়ানক বিরুদ্ধচারণ করেছে।

সমালোচনাকারী অন্যরা বলছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনার আগে হামিদ হারুনের কাছে শক্ত তথ্য-প্রমাণ থাকা উচিত ছিল। তবে ডনের পক্ষে কিছু সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, হামিদ হারুনকে একটা কঠিন অবস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল।

এর আগে ডন পত্রিকার সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, দেশটির কয়েকটি ক্যান্টনমেন্টে পত্রিকাটির বিলি বন্ধ করা হয়েছে। লাহোরের সংবাদপত্র বিক্রেতা ও দোকানদাররা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তারা তাদের ডন পত্রিকা বিক্রি না করতে নির্দেশ দিয়েছেন। ডন সম্পাদক জাফর আব্বাস বলেছেন, মার্শাল ল’র চাইতে এবারের অবস্থা খারাপ। এখন প্রকাশ্যে গণতন্ত্র বিরাজ করছে। বাস্তবে চলছে সেলফ-সেন্সরশিপ। সূত্র: বিবিসি বাংলা।

/এএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক