X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পরমাণু তথ্য চুরির ইসরায়েলি দাবি হাস্যকর: ইরান

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০১৮, ২২:৪২আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২২:৪৪

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ অবস্থিত একটি পারমাণবিক কেন্দ্র থেকে বিপুল পরিমাণ গোপণ তথ্য চুরি করেছে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর নাকচ করে দিয়েছে তেহরান। ওই খবরকে একেবারেই হাস্যকর ও ভুয়া হিসেবে অভিহিত করেছেন ইরানি কর্মকর্তারা।

পরমাণু তথ্য চুরির ইসরায়েলি দাবি হাস্যকর: ইরান সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্র থেকে মোসাদ এজেন্টদের চুরি করা গোপন তথ্য বিষয়ক খবর নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে ওইসব প্রতিবেদনের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের কূটনৈতিক মিশনের মুখপাত্র আলী রেজা মিরইউসুফ।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত এপ্রিলে কিছু ছবি, সিডি ও কাগজ টেলিভিশন ক্যামেরার সামনে তুলে ধরে দাবি করেন, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। ইসরায়েলের কাছে থাকা শত শত পরমাণু অস্ত্রের ভাণ্ডারের কথা চেপে গিয়ে নেতানিয়াহু দাবি করেন, পরমাণু সমঝোতা স্বাক্ষরের পর ইরান বিশ্বকে মিথ্যা বলেছে। তেহরান তার পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচিকে গোপন রাখার প্রচেষ্টা জোরদার করছে।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলি এজেন্টরা পারমাণবিক কেন্দ্রের ভল্ট থেকে ৫৫ হাজার পৃষ্ঠার নথি, ১৮৩টি সিডিতে ভরা ৫৫ হাজার নকশা, ভিডিও এবং বিভিন্ন তথ্য সম্বলিত প্রায় আধা টন গোপন তথ্য উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেক আমেরিকা বের হয়ে যাওয়ার কিছু দিন আগে নেতানিয়াহু তেহরানের বিরুদ্ধে এমন দাবি তোলেন।

ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, নেতানিয়াহুর এমন দাবির পরই ট্রাম্পের পক্ষ থেকে চুক্তি বাতিলের ঘোষণা আসে। পারমাণবিক কেন্দ্র থেকে তথ্য চুরির লক্ষ্যে মোসাদ এজেন্টদের বিস্তারিত অভিযানটি গত ১৫ জুলাই নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে। পুরো অভিযান শেষ করতে ছয় ঘন্টা ২৯ মিনিট সময় লেগেছিল বলে সংবাদমাধ্যমটিতে দাবি করা হয়।

ইরানের মুখপাত্র মিরইউসুফি সংবাদমাধ্যমের প্রকাশিতি ওই প্রতিবেদনকে পুরোপুরি প্রতারণাপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইরানের ওপর ফের পশ্চিমা নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে নেতানিয়াহু এসব শিশুসুলভ নাটক সাজাচ্ছেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বশেষ খবর
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ