X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইসরায়েলের জাতি-রাষ্ট্র আইনের সমালোচনায় বুদ্ধিজীবীরা

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৮, ২০:৩৯আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৭:৩৪

সম্প্রতি ইসরায়েলকে ইহুদিদের জাতি-রাষ্ট্র  আখ্যা দিয়ে যে আইন পাস করা হয়েছে তার সমালোচনায় মুখ খুলেছেন বুদ্ধিজীবীরা। ওই আইনকে ‘উস্কানিমূলক’ ও ‘বর্ণবাদী’ আখ্যা দেওয়া হয়েছে। সমালোচকরা বলেছেন,  ইসরায়েলের ‘জাতি রাষ্ট্রের’ আইনটির কারণে দেশটির সামাজিক গঠনে গভীর প্রভাব পড়বে। সেখানে বসবাসরত অইহুদি আরবীয়রা আইনটির কারণে প্রান্তিক হয়ে পড়বে। একই সঙ্গে ভবিষ্যতে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার বিষয়টিও ক্ষতিগ্রস্ত হবে। সংবাদমাধ্যম আল জাজিরা এ বিষয়ে ইসরায়েলি লেখক, মার্কিন ইতিহাসবেত্তা, খ্রিস্টান যাজক, ইসরায়েলি সাংবাদিক এবং ইসরায়েলের আরব বংশোদ্ভূত সংসদ সদস্যের বক্তব্য তুলে ধরেছে। ইসরায়েলের জাতি-রাষ্ট্র আইনের সমালোচনায় বুদ্ধিজীবীরা

ইসরায়েলের সংসদে ‘জাতি রাষ্ট্রের’ আইনটি পাস হয়েছে ৬২ ভোটে। প্রস্তাবনার বিরুদ্ধে ভোট ছিল ৫৫টি। বৃহস্পতিবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নতুন পাস হওয়া আইনে আরবির সরকারি মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। আরবিকে দেওয়া হয়েছে ‘বিশেষ মর্যাদা।’ হিব্রুই এখন ইসরায়েলের একমাত্র রাষ্ট্রভাষা। আইনে আরও বলা হয়েছে, ‘ল্যান্ড অফ ইসরায়েল ইহুদিদের আবাসভূমি।’ অথচ ল্যান্ড অফ ইসরায়েল বলতে ঐতিহাসিকভাবে যতখানিক এলাকা ফিলিস্তিনের মধ্যে ছিল তার সবটুকুকে বোঝায়। প্রথমত, সেখানে শুধু ইহুদিরা থাকেন না, মুসলমান ও খ্রিস্টানরাও থাকেন। আইনের এই ভাষার কারণে একদিকে ইসরায়েলে থাকা মুসলমান ও খ্রিস্টানরা বাদ পড়ে গেলেন। কারণ ইসরায়েলকে ‘ইহুদিদের আবাসভূমি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত, সমগ্র ফিলিস্তিনের এলাকা বোঝাতে যে ‘ল্যান্ড অফ ইসরায়েল’ বলা হয় তাকে ইহুদিদের আবাসভূমি বলার মাধ্যমে বর্তমান ফিলিস্তিনে থাকা মুসলমানদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকেও প্রান্তিক করে দেওয়া হয়েছে। আইনে বলা হয়েছে, ‘ইহুদিদের আবাসভূমি স্টেট অফ ইসরায়েল বাস্তবায়িত হওয়ার মাধ্যমে ইহুদিদের সাংস্কৃতিক, ধর্মীয় ও ঐতিহাসিক আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

এই জাতি রাষ্ট্রের আইনে ইহুদি পরিচয়কে মুখ্য হিসেবে চিহ্নিত করায় দেশটিতে থাকা আরবীয়দের ‘স্থায়ী বিদেশিতে’ পরিণত হওয়ার উপক্রম হয়েছে। ক্ষুণ্ন  হয়েছে ইসরায়েলের গণতান্ত্রিক মূল্যবোধ। বিরোধীরা বলছেন, ওই আইনের কারণে ধীরে ধীরে ইসরায়েলে থাকা মুসলমান ও খ্রিস্টান আরবীয়দের অধিকার ক্ষীণ হতে থাকবে। আর ভবিষ্যতে ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি স্থাপন ও ‘টু স্টেট সলিউশনের’ বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

জামাল জাহাকা জামাল জাহাকা নামের একজন আরবীয় সংসদ সদস্য ইসরায়েলি সংসদে ওই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, এই আইনের মাধ্যমে এক গুচ্ছ নতুন এমন বিধি কার্যকর হলো যেগুলোর কারণে আরবীয়বিদ্বেষ আইনি বৈধতা পাবে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি স্থাপন চালিয়ে যাওয়ার সুযোগ প্রশস্ত হবে। তার ভাষ্য, ‘এই আইন অবৈধ ইসরায়েলি বসতিগুলোকে আইনি বৈধতা দেবে এবং আনুষ্ঠানিকভাবে অধিকৃত ভূমিতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে নস্যাৎ করে দেবে।’ তার কাছ থেকে আরও জানা গেছে, ওই আইনের কারণে শুধুমাত্র ইহুদিদের জন্য আলাদা এলাকা নির্ধারণ করে দেওয়া যাবে যেখানে মুসলমান ও খ্রিস্টানদের প্রবেশাধিকার থাকবে না।
যুক্তরাষ্ট্রের ‘ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের’ জিউইশ হিস্টোরির প্রধান ব্যারি ট্রাচটেনবার্গ মন্তব্য করেছেন, ‘এই আইনের কথা জনার পর আমার মনে হয়েছে, খুব বেশি দিন আগের কথা নয় যখন ইহুদিদের বিরুদ্ধেই এমন আইন পাস করা হতো। এই আইন গত শতকে ইহুদিদের দুরবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। বিশ শতকের শুরুতে ইহুদিরা ইউরোপের যেসব দেশে বসবাস করত, সেসব দেশের কাছে তারা তাদের আত্মপরিচয়ের আইনি সুরক্ষা দাবি করেছিল। তারা চেয়েছিল, তাদেরকে যেন আইনগতভাবে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর আজ তারা ঠিক উল্টো আইন পাস করিয়েছে।’
ট্রাচেনবার্গ আশঙ্কা প্রকাশ করে মন্তব্য করেছেন, যেসব স্থানে এমন আইন বলবতের চেষ্টা করা হয়েছে সেসব স্থানের পরিস্থিতি পরবর্তীতে একঘরে করে দেওয়া, বর্ণবাদ, নিপীড়ন, গণগ্রেফতার এবং জাতিগত নিধনের মত ঘটনার দিকে প্রবাহিত হয়েছে, ‘যে দেশে আইনগতভাবে একজন নাগরিককে অপরের ওপর স্থান দেওয়া হয় সেখানে সমতা নিশ্চিত করা অসম্ভব।’

ব্যারি ট্রাচটেনবার্গ ইসরায়েলি বুদ্ধিজীবী এবং লেখক ইয়োশি ক্লেইন হালেভি আল জাজিরাকে বলেছেন, ‘এই নতুন আইন একটি অপ্রয়োজনীয় উস্কানি যা আরবীয়দের আত্মবিশ্বাস নষ্ট করার উদ্যোগ। তাদের মনে আশঙ্কা দানা বাঁধবে, ইসরায়েলে তাদের অবস্থান সংহত নয়। এই নতুন আইন পশ্চাৎপদ মানসিকতা নিয়ে রচিত। ইসরায়েলের আরবীয় বাসিন্দাদের জন্য এটি মানসিকভাবে ক্ষতির কারণ হবে। হালেভি ‘লেটার্স টু মাই প্যালেস্টিনিয়ান নেইবর্স’ নামের বইয়ের লেখক।
ইসরায়েলি সাংবাদিক সেথ ফ্রাঞ্জম্যান আল জাজিরাকে বলেছেন, ‘ইসরায়েলের আরবীয় নাগরিকরা ওই আইন নিয়ে নিজেদের অনাস্থা প্রকাশে সোচ্চার হলেও সাধারণ ইহুদিদের এ বিষয়ে তেমন কোনও প্রতিক্রিয়া নেই। তাদের জন্য এটা নতুন বিষয় নয়। ওই আইনে যা নিশ্চিত করা হয়েছে তা ইসরায়েলি ইহুদিরা বহুদিন ধরেই ভোগ করে আসছে। ওই আইন তাদেরকে নতুন কিছু এনে দেয়নি।’
সাবেক আর্চবিশপ এবং জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক মাইকেল সাবাহ আইনটিকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়ে বলেছেন, এতে তিনি বিস্মিত হননি। কারণ তার দৃষ্টিতে ইসরায়েলের বর্তমান নেতৃত্ব চরমপন্থী। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, ওই আইন আরবীয় অইহুদিদের বিরুদ্ধে রচিত বড় ষড়যন্ত্রের প্রাথমিক পদক্ষেপ। তভে তিনি আশা ক্র্যাব, ভবিষ্যতে উদারপন্থীরা ক্ষমতায় এলে আইনটি রদ হয়ে যাবে।

/এএমএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা