X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনের আগে মালিতে সহিংসতায় নিহত ১৭

বিদেশ ডেস্ক
২৮ জুলাই ২০১৮, ০৯:৩৩আপডেট : ২৮ জুলাই ২০১৮, ০৯:৩৬

আগামী রবিবারের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার দেশটির ঐতিহ্যবাহী শিকারি জনগোষ্ঠী ডোজোস ও আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে। মালির কেন্দ্রীয় মোপ্টি এলাকার সোমেনা গ্রামে এই সহিংসতায় নিহতদের সবাই ফুলানি সম্প্রদায়ের। উত্তরাঞ্চলীয় মালিতে বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় রয়েছে
আগামী রবিবার (২৯ জুলাই) মালিতে অনুষ্ঠিত হবে অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ২০১৩ সালের নির্বাচনের পর থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইবরাহিম বাউবাচার কেইটা ও বিরোধীদলীয় নেতা সৌমালিয়া সিসের মধ্যে। চলতি সপ্তাহের প্রথম দিকে নির্বাচনি প্রচারণার সময়ে দেশটির উত্তরাঞ্চলীয় শহর টিমবুক্তোতে হামলার শিকার হয় সিসের প্রচারণা দল। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হামলায় তাদের গাড়ি, ফোন ও ব্যক্তিগত সামগ্রীর ক্ষয়ক্ষতি ও চুরি করা হয়।

গত ১৭ জুলাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এক বিবৃতিতে জানান, চলতি বছর মালিতে ৯৯টি সহিংসতার ঘটনায় মোট ২৮৯ জন নিহত হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ফুলানি গ্রামবাসীদের বিরুদ্ধে এসব সহিংস হামলা চালিয়েছে আদিবাসী ডোজোস ও ডোজোন জনগোষ্ঠীর উগ্র সদস্যরা।

উত্তরাঞ্চলীয় মালিতে বেশ কয়েকটি উগ্রগোষ্ঠী সক্রিয় রয়েছে। ওই এলাকায় ফরাসি, মালি ও জাতিসংঘের শান্তিরক্ষীরা এসব উগ্রগোষ্ঠীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে। দেশটিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অধীনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও কাজ করে থাকে।

দেশটিতে সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল ২০১৩ সালে। ২০১২ সালে নির্বাচনের কথা থাকলেও তখন দেশটিতে একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটে। এর ফলে দেশটির উত্তরাঞ্চলের প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ নেয় তুয়ারেগ বিদ্রোহীরা। ওই গোষ্ঠীটি আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে।

২০১৫ সালে দেশটির সরকার ও কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। তবে অভিযোগ রয়েছে, ওই শান্তিচুক্তিকে অবজ্ঞা করে উত্তর মালিতে রাজনৈতিক ও গোষ্ঠীগত বিবাদ চলমান রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
এমভি আবদুল্লাহকে মুক্ত করতে ‘অভিযানের প্রস্তুতি’ নিচ্ছে আন্তর্জাতিক নৌবাহিনী
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ আরও ৩৪
হোটেলে হামলাকারীদের ‘নিষ্ক্রিয়’ করার দাবি সোমালিয়ার
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়