X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে চীন

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৮, ১৯:৩৫আপডেট : ০১ আগস্ট ২০১৮, ১৯:৪৪

উত্তর কোরিয়া ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্লোরিডায় এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে চীন হয়তো উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতাকে প্রভাবিত করার চেষ্টা করছে। কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার ক্ষেত্রে দেশটি প্রতিবন্ধকতা তৈরি করছে।

উত্তর কোরিয়ায় যুক্তরাষ্ট্রের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে চীন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ থেকে বিরত রয়েছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তারা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে না। রকেট উৎক্ষেপণ করছে না। আমরা পর্যবেক্ষণ অব্যাহত রাখবো।

উত্তর কোরিয়া ইস্যুতে ট্রাম্পের এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোরীয় উপদ্বীপের সমস্যা নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে চীন।

তিনি বলেন, এটা সবাই জানে যে, চীন স্থায়ীভাবে কোরীয় উপদ্বীপের সমস্যা সমাধানের চেষ্টা করে আসছে। এ ইস্যুতে বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে বরাবরই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে।

এদিকে ট্রাম্প উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে না বলে মন্তব্য করলেও এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, গোয়েন্দা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, উত্তর কোরিয়া যেসব স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছিল সেখানে সক্রিয় কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। অর্থাৎ, পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার ঘোষণা দিলেও বাস্তবে তারা নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ অব্যাহত রেখেছে।

জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতাই পারমাণবিক নিরস্ত্রীকরেণ কাজ করতে প্রতিশ্রুতি দেন। পরে ট্রাম্প জানান উত্তর কোরিয়া এখন আর পারমাণবিক হুমকি নয়। তবে এই বিষয়ে উত্তর কোরিয়ার কোনও সুনির্দিষ্ট সময়সীমা ও প্রতিশ্রুতি আদায় করতে না পারায় দেশের সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

ওয়াশিংটন পোস্ট এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, উত্তর কোরিয়া হয়তো একটি বা দুইটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) নির্মাণে কাজ করছে। রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানুমডং পারমাণবিক ক্ষেত্রে এই কাজ চলছে।

এই পারমাণবিক ক্ষেত্রটিতেই হওয়াসং-১৫ নামের উত্তর কোরিয়ার প্রথম আইসিবিএম ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছিল পিয়ংইয়ং। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!