X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইরানের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৮, ২৩:৪০আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ২৩:৪৪

এই সপ্তাহেই নিষেধাজ্ঞা পুনর্বহাল করার মাধ্যমে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা যাবে মনে করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এজন্য মঙ্গলবার সকাল থেকে  ইরানের ওপর কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে দেশটি। এসবের মধ্যে রয়েছে মার্কিন ডলার সংগ্রহে বিধি-নিষেধ, ধাতব জিনিসসহ অন্যান্য পণ্য রফতানি, কয়লা, শিল্প সংক্রান্ত সফটওয়্যার ও মোটরখাত। আক্রমণাত্মক লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

ইরানের অর্থনীতিকে বেকায়দায় ফেলতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে যুক্তরাষ্ট্র

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকি দেওয়ার পর থেকেই ডলারের বিপরীতে ইরানের মুদ্রার দাম অর্ধেক কমে গেছে। হঠাৎ করে অর্থনীতির ওপর এমন আঘাত আসার পরই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দেখা দিয়েছিল। ওই সময় যুক্তরাষ্ট্র সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন করেছিল।

মার্কিন কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের সম্পদের প্রবেশাধিকারও বন্ধ করে দিতে যাচ্ছে। এছাড়া ইরানের পুরো অর্থনীতিকে বেকায়দায় ফেলার জন্য আগামী নভেম্বরে তেল রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। কিন্তু যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কৌশলের কয়েকটি দুর্বল দিক রয়েছে। বিশেষ করে ইউরোপ ও চীন ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে জানিয়েছে। তাই এই নিষেধাজ্ঞা কতটুকু ফলপ্রসু হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইতোমধ্যে সোমবারই ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের খবরে দুঃখপ্রকাশ করেছে।

সোমবার ট্রাম্প সতর্ক দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে অর্থনৈতিক কার্যক্রম বন্ধ না করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবধরনের নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পুরোপুরি সংকল্পবদ্ধ আর ইরানকে পুরোপুরি বশ্যতা স্বীকার করানোর জন্য তাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, যদি ইরান এসব নিষেধাজ্ঞা এড়াতে চায় তাহলে তাদের ট্রাম্পের আলোচনার প্রস্তাব মেনে নেওয়া উচিত।

পরমাণু চুক্তি থেকে বের হয়ে আসার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের উপর থেকে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এখন এসব নিষেধাজ্ঞাই আবার আরোপ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়ে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ বাড়ছে। গত মে মাসে ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জাফরি সোমবার বলেছেন, ইরানের প্রতি শত্রুতামূলক রাজনীতির কারণে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের মিত্র ইরায়েল ও সৌদি আরব বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জাফরি বলেন, তাদের আক্রমণাত্মক নীতি ও সহিংস ব্যবস্থাই তাদের একঘরে করে দিয়েছে। ইরানের প্রতি শত্রুতার নীতির কারণে বিশ্বও তাদের কাছ থেকে  নিজেকে দূরে রেখেছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে উদ্বিগ্নতা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত’।  যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব কাটানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন গৃহীত একটি পদক্ষেপও মঙ্গলবার থেকে কার্যকর হবে। 

/আরএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি বন্ধ
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
লখনউ ও চেন্নাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা 
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা