X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফেসবুক পেজ অ্যাডমিনদের জন্য আসছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৮, ২২:৪৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০২:০৬
image

যেসব পেজে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন নাগরিক যুক্ত সেসব পেজের অ্যাডমিনদের জন্য কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে ফেসবুক। ভুয়া অ্যাকাউন্ট বা হ্যাকড অ্যাকাউন্ট দিয়ে কিছু পোস্ট করে মার্কিন নাগরিকদের যাতে বিভ্রান্ত করা না যায় তা নিশ্চিত করতে ফেসবুক এই নতুন সিদ্ধান্ত নিয়েছে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহ আগেই বিভিন্ন পেজে বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণা চালানোর প্রচেষ্টা লক্ষ্য করেছে ফেসবুক। ফেসবুক পেজ অ্যাডমিনদের জন্য আসছে কড়া ভেরিফিকেশন প্রক্রিয়া

ফেসবুক ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর কারণে ২০১৬ সালের মার্কিন নির্বাচন প্রভাবিত হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কেম্ব্রিজ অ্যানালাইটিক নামের একটি প্রতিষ্ঠান একজন গবেষককে দেওয়া ফেসবুকের অনুমতির অপব্যাবহার করে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিয়েছিল। সেসব তথ্য ভুয়া খবর ছাড়িয়ে নির্বাচনকে প্রভাবিত করার কাজে লাগানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে মার্কিন সিনেটে জবাবদিহিও করতে হয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তাম টাইমস স্মরণ করিয়ে দিয়েছে, ২০১৬ সালের নির্বাচনের সময় রাশিয়ার পক্ষ থেকে প্রচারিত বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ফেসবুকের ‘ধীর গতির’ কথা স্বীকার করে নিয়েছিলেন জাকারবার্গ। গত এপ্রিলে প্রতিষ্ঠানটি রাশিয়ার তত্ত্বাবধানে চলা শত শত পেজ বন্ধ করে দিয়েছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন। ওই নির্বাচনে বিদেশি রাজনৈতিক পক্ষের হস্তক্ষেপ ঠেকাতে ফেসবুক ইতোমধ্যে সন্দেহভাজন ৩২টি ফেসবুক পেজ ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দিয়েছে।

ফেসবুক ঠিক করেছে, এখন থেকে মার্কিন নাগরিকরা অধিক সংখ্যায় যুক্ত এমন পেজগুলোর অ্যাডমিনদের ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ বাধ্যতামূলকভাবে চালু করতে হবে। শুধু তা-ই নয়; পেজ অ্যাডমিনদের বাড়ির ঠিকানাও সংগ্রহ করবে ফেসবুক! এর পাশাপাশি, পেজে নতুন একটি বিভাগ থাকবে যেখানে পেজটি কোন দেশ থেকে চালানো হয় এবং কারা ও পেজের অ্যাডমিন সেসব তথ্য দেখানো হবে। হ্যাকিংয়ের শিকার কোনও পেজে যদি বিতর্কিত কিছু প্রকাশিত হয়ও, তাহলেও ব্যবহারকারীরা পরিবর্তিত তথ্য ডেকে বুঝতে পারবেন পেজটি আগের অ্যাডমিনদের হাতে নেই, বা নতুন কোনও দেশ থেকে পরিচালিত হচ্ছে।

ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ার করার সাইট ইন্সটাগ্রামেও একই রকম নিরাপত্তা বৈশিষ্ট্য কার্যকর হতে যাচ্ছে।

/এএমএ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া