X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অস্ত্রবিরতির পরেও ইসরায়েল সীমান্তে নিহত ২ ফিলিস্তিনি, আহত ৩০০

বিদেশ ডেস্ক
১১ আগস্ট ২০১৮, ০৮:০৫আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১২:২০
image

দুই দিন ধরে চলা ইসরায়েল ও হামাসের পাল্টাপাল্টি হামলার পর মিসরের উদ্যোগে একটি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়েছে শুক্রবার। রকেট ও বিমান হামলা থামলেও ইসরায়েলি সীমান্তে আবার শুরু হয়েছে ফিলিস্তিনিদের প্রতিবাদ কর্মসূচি। শুক্রবারে গাজাবাসীর প্রতিবাদ কর্মসূচিতে হামলা চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনী একজন চিকিৎসকসহ দুইজনকে হত্যা করেছে। এ সময় আহত হয়েছে অন্তত ৩০০ ফিলিস্তিনি।  বার্তাসংস্থা রয়টার্স লিখেছে, ইসরায়েল সীমান্তে গাজাবাসীর শুক্রবারের প্রতিবাদ তাদের নিয়মিত সাপ্তাহিক কর্মসূচির অংশ। গত মার্চ মাসের ৩০ তারিখ থেকে প্রতি সপ্তাহে ফিলিস্তিনিরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। সে সময় থেকে এখন পর্যন্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ১৫৯ জন ফিলিস্তিনেকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছে একজন ইসরায়েলি সেনা। ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনি ভবন

শুক্রবার কার্যকর হওয়া অস্ত্রবিরতির আগে হামাস রকেটের পর রকেট হামলা করেছে ইসরায়েলের বিরুদ্ধে। এবার তারা দূরপাল্লার এমন রকেট ব্যবহার করেছে যা ইসরায়েলের অনেক ভেতরের এলাকাতেও আঘাত হানতে সক্ষম হয়েছে। হামাসে রকেট হামলায় আহত হয়েছে সাত ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েলি বিমানবাহিনী গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলি হামলায় একজন গর্ভবতী ফিলিস্তিনি নারী ও তার ১৮ মাস বয়সী শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সঙ্গে নিহত হয়েছে একজন হামাস সদস্য।  অস্ত্রবিরতি কার্যকর হওয়ায় ইসরায়েলি সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলের স্টেরট শহরের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন শুরুর পরামর্শ দিয়েছে। দুই দিন ধরে ওই এলাকাটি মুহুর্মুহু রকেট হামলার শিকার হয়েছে ফিলিস্তিনের দিক থেকে।

অস্ত্রবিরতি কার্যকর হতে হতেই আবার ইসরায়েল সীমান্তে প্রতিবাদ কর্মসূচি চালু হয়েছে। রয়টার্সের প্রতিনিধি সেখানকার আকাশকে ধোঁয়ায় ঢেকে যেতে দেখেছেন। একদিকে ফিলিস্তিনিরা টায়ারে আগুন ধরিয়েছে। অন্যদিকে ইসরায়েলিরা টিয়ার গ্যাস ছুঁড়েছে। প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলি সেনাবাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে একজন চিকিৎসক। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় আহত হয়েছে অন্তত ৩০০ ফিলিস্তিনি।

সেনা সদস্য ও সীমান্ত বেষ্টনীর ওপর ফিলিস্তিনিদের পাথর ছোঁড়া, বিস্ফোরক ব্যবহার এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ করে ইসরায়েলি সেনাবাহিনীর একজন  মুখপাত্র বলেছেন, ‘দাঙ্গা প্রতিরোধে বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করেই গুলি চালানো হয়েছে।’ হামাসের একটি ঘাঁটি লক্ষ্য করে ট্যাংকের গোলা নিক্ষেপের তথ্যও দিয়েছেন ওই কর্মকর্তা।

রয়টার্স লিখেছে, মিসর হামাস ও ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতির চুক্তিতে ভূমিকা রাখলেও মিসর ও ইসরায়েলের যুগপৎ অর্থনৈতিক অবরোধের কারণেই কার্যত গাজার অর্থনীতি ভেঙে পড়েছে। গাজায় এখন প্রায় ২০ লাখ মানুষ মানবেতর অবস্থায় জীবনযাপন করছে।

মিসরের একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া অস্ত্রবিরতি চুক্তিটিকে তারা স্থায়ী সমঝোতার দিকে নিয়ে যেতে চান, যাতে গাজার ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধের সুরহা হয়।

/এএমএ/
সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’