X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরে নিরাপত্তা অভিযানে পুলিশ সদস্য নিহত, আহত ৩

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৮, ১০:০৮আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১০:১৪

ভারত নিয়ন্ত্রিন জম্মু-কাশ্মিরের রাজধানী শ্রীনগরে নিরাপত্তা অভিযানে ভারতীয় পুলিশের বিশেষ অভিযান দলের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার বাতমালো এলাকায় এই অভিযানে আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। কাশ্মিরে নিরাপত্তা অভিযানে পুলিশ সদস্য নিহত, আহত ৩

ভারতীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে ওই এলাকায় অভিযান চালানোর সময়ে এসব পুলিশ সদস্যরা হতাহত হয়।

জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক এসপি বৈদ্য টুইটারে জানিয়েছেন, ‘নির্দিষ্ট খবরের সূত্রে জঙ্গিদের আস্তানা ঘিরে শ্রীনগরের বাতমালো এলাকায় অভিযান চালানো হয়। এতে গোলাগুলির সময় এক পুলিশ সদস্য নিহত, কাশ্মির পুলিশের এক সদস্য ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের অপর দুই সদস্য আহত হয়।’ অভিযান এখনও চলছে বলেও জানান তিনি।

বারামুল্লাহ জেলার রাফিয়াবাদে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার একদিন পরেই পুলিশ সদস্য হতাহত হওয়ার ঘটনা ঘটলো। সম্প্রতি কাশ্মিরে পুলিশের নিরাপত্তা অভিযানের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর কেউ কেউ সরাসরি স্বাধীনতার দাবিতে আন্দোলনরত। কেউ কেউ আবার কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ইতিহাস পরিক্রমায় ক্রমেই সেখানকার স্বাধীনতা আন্দোলনের ইসলামিকরণ হয়েছে। এখন সেখানকার বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার থেকে আলাদা করে শনাক্ত করে না। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে।

পৃথিবীর সবচেয়ে সামরিকায়িত অঞ্চলগুলোর একটি কাশ্মির। জননিরাপত্তা আইনের নামে সেখানে ভারতীয় সেনাবাহিনী ধারাবাহিক আটক-গ্রেফতার অভিযান পরিচালনা করে। ব্রিটিশ মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০১৫ সালের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ১৯৯১ সাল থেকে তখন পর্যন্ত এই আইনের আওতায় ৮ হাজার থেকে ২০ হাজারের মতো মানুষকে আটক করা হয়েছে। বিভিন্ন অভিযানে প্রাণহানির শিকার হয়েছেন আরও অনেকে।

 

/জেজে/এএ/
সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!