X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এবার শহিদুল আলমের মুক্তির দাবি জানালেন জাতিসংঘের বিশেষজ্ঞরা

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ১০:৪৮আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১০:৫৮
image

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও অ্যাকটিভিস্ট শহিদুল আলমকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। রোববার জেনেভার  জাতিসংঘ মানবাধিকার কার্যালয় (অফিস হিউম্যান রাইটস অফিস অব দ্য হাই কমিশনার-ওএইচসিএইচআর)থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। শহিদুলের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তেরও আহ্বান জানিয়েছেন বিবৃতিদাতারা।
এবার শহিদুল আলমের মুক্তির দাবি জানালেন জাতিসংঘের বিশেষজ্ঞরা

উল্লেখ্য, গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কয়েক ঘণ্টা পর ঢাকার বাসা থেকে শহিদুল আলমকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন মানবাধিকার সুরক্ষাকর্মীদের পরিস্থিতি বিষয়ক বিশেষ দূত মাইকেল ফর্স্ট, মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা ও প্রসারবিষয়ক বিশেষ দূত ডেভিড কি এবং নির্বিচারে আটক বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সভাপতি-দূত সিউং-ফিল হং। বিবৃতিতে তারা বলেছেন, সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে শহিদুল আলমকে রিমান্ডে পাঠানো হয় এবং এখন তিনি কারাগারে আছেন।

শহিদুল আলমের গ্রেফতার ও তার ওপর নির্যাতনের অভিযোগকে ‘চরম উদ্বেগের বিষয়’ আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা দাবি করেছেন,  অধিকতর সুশাসন, সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নামা ছোট ছোট শিক্ষার্থী, সংবাদমাধ্যমের কর্মী, নাগরিক সমাজ ও অন্যদের ওপর দমনপীড়নের ধারাবাহিকতায় শহিদুলকে আটক করা হয়েছে।  মানবাধিকার বিশেষজ্ঞরা তাদের বিবৃতিতে বলেছেন ‘আমরা অবিলম্বে শহিদুল আলমের মুক্তি এবং নির্যাতনের সব ঘটনায় দ্রুত, কার্যকর ও পক্ষপাতহীন তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’ সেই সংবাদমাধ্যমের কর্মীদের জন্য নিরাপদ ও যথাযথ পরিবেশ নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন ওই বিশেষজ্ঞরা।
এর আগে মার্কিন ভাষাবিদ ও রাজনীতি বিশ্লেষক নোম চমস্কি, ভারতীয় লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়সহ বিশ্বের খ্যাতনামা লেখক-সাংবাদিক-শিল্পীরা তাকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সাংবাদিকতার সুরক্ষা, মানবাধিকার ও আলোকচিত্র সংশ্লিষ্ট বেশকিছু সংগঠনের পক্ষ থেকেও তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সবশেষ তার মুক্তির দাবিতে এবার খোলাচিঠি লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিসসহ ১৩ জন বরেণ্য ব্যক্তি। প্রভাবশালী ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে লেখা ওই চিঠিতে শহিদুলের গ্রেফতারকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা দিয়ে তারা বলেছেন, এ ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। 

/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় উদযাপিত হলো ‘জাতীয় সংবিধান দিবস’
২০২৪ সালের দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় বাংলাদেশ ১৬তম
বিএনপির প্রবাসী নেতাদের গ্রেফতারের অপেক্ষায় অ্যাসাইলাম শিকারিরা
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ